TRENDING:

Paschim Medinipur News: আবাস যোজনায় নাম বাদ দেওয়ায় আনন্দপুর পঞ্চায়েত কার্যালয় ঘেরাও

Last Updated:

আবাস যোজনায় নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার বেলা বারোটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৯ নম্বর আনন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি সহ পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর : আবাস যোজনায় নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার বেলা বারোটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৯ নম্বর আনন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি সহ পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা! গ্রামবাসীদের অভিযোগ আবাস যোজনা প্রকল্পের বাড়ির দাবিদার হলেও কেটে দেওয়া হয়েছে তাদের নাম, এই অভিযোগ তুলে দীর্ঘক্ষণ ধরে চলে গ্রাম পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে চলে বিক্ষোভ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছে আনন্দপুর থানার পুলিশ!
advertisement

ঘটনার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই নিয়ে অবশ্য গ্রাম পঞ্চায়েতের প্রধান সুজিত কোটালের বক্তব্য যেমন করে সার্ভে করা হয়েছিল ঠিক সেই নিয়মে বাড়িগুলি দেওয়া হবে। তবে সার্ভে করে দেখা গেছে বেশ কিছু পাকা বাড়ি রয়েছে সেই নাম গুলিও চলে এসেছিল সেই নামগুলি দিয়ে কাটা হয়েছে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে স্বচ্ছতার সহিত আবাস যোজনার প্রকল্পের কাজ হয়েছে এমনটাই বক্তব্য প্রধানের।

advertisement

যদিও এই প্রসঙ্গ নিয়ে শাসক দলকে নিশানা করলেন বিজেপির কেশপুর পশ্চিম মন্ডলের সভাপতি সমীর নন্দী, তিনি বলেন প্রধানমন্ত্রী ঘোষনা অনুযায়ী প্রকৃত এই আবাস যোজনার বাড়ি দাবিদার হলে তারা যেন এই বাড়ি পায়। কিন্তু শাসক দলের মধ্যে এইরকম দুর্নীতি ঘটছে, তারই আজকে বহিঃ প্রকাশ মাত্র, ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ব্লক উন্নয়ন আধিকারিক দীপক কুমার ঘোষ। এরপর পুলিশ এবং ব্লক আধিকারিকের আশ্বাসে উঠে বিক্ষোভ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! দীপান্বিতা অমাবস্যায় জগন্নাথ-বড়মা মিলেমিশে একাকার
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: আবাস যোজনায় নাম বাদ দেওয়ায় আনন্দপুর পঞ্চায়েত কার্যালয় ঘেরাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল