TRENDING:

West Midnapore News : আত্মহত্যার প্রবণতা কমাতে পুলিশের উদ্যোগ আলোদিক, অবসাদগ্রস্থদের করা হবে কাউন্সিলিং

Last Updated:

Suicide prevention: আত্মহত্যা প্রবণতা কমাতে পুলিশের পক্ষ থেকে 'আলোদিক' নামে এই বিশেষ প্রকল্প চালু করা হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে গত তিন বছরে প্রায় ৬০০ মানুষ আত্মহত্যা করেছেন বিভিন্ন কারণে। জেলা পুলিশের এক পর্যবেক্ষণে এই তথ্য উঠে আসার পর রীতিমতো চমকে গিয়েছেন আধিকারিকরা। তাই জেলার মানুষের অবসাদ চিহ্নিত করে আত্মহত্যা আটকাতে মাঠে নামলো পুলিশ।
advertisement

আরও পড়ুন East Midnapur News:খুশির খবর! চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল পুলিশ

পুলিশের দাবি, " গত দু'বছরে মহামারী পর্বে এই সমস্যাটা আরও বেড়েছে। তাই মানসিক চিকিৎসকদের একটি বড় অংশকে সঙ্গে নিয়ে মাঠে নামল জেলা পুলিশ। উদ্যোগের নাম দেওয়া হল "আলোদিক"। মঙ্গলবার মেদিনীপুর শহরে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগ শুরু হল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে। জেলা পুলিশ সুপার দিনেশ কুমার জানান, যদি কোনও ব্যক্তি মানসিক অবসাদগ্রস্থ হয়ে পড়েছেন, তারা বুঝতে পারছেন না কী করবেন, তারা যদি কোন ভাবে পুলিশের হেল্প লাইনের মাধ্যমে সাহায্য নিতে চান, তাদের সব রকম ভাবে সাহায্য করবে জেলা পুলিশের টিম। আলোদিক প্রকল্পের উদ্বোধন করে জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানান, জেলা পুলিশের উদ্যোগেই মানসিক অবসাদগ্রস্ত ব্যক্তিদের অবসাদ কাটাতে 'আলোদিক' নামে এই বিশেষ প্রকল্প চালু করা হল। এই প্রকল্পের অধীনে সর্বক্ষণের জন্য একটি বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হচ্ছে।

advertisement

(হেল্প লাইন নং-৭০৭৬৭৬৭৫৭৫)

View More

(Help Line No - 7076767575)

মানসিক অবসাদগ্রস্ত মানুষেরা তাঁদের চিকিৎসার ব্যবস্থা করানোর জন্য ফোন করতে পারবেন এই হেল্পলাইন নম্বরে। এছাড়া কোনও ব্যক্তিকে মানসিক অবসাদগ্রস্ত মনে হলে যে কেউ এই হেল্পলাইন নম্বরে ফোন করে তাঁর সম্পর্কে জানাতে পারবেন। তারপর জেলা পুলিশের তরফে ওই অবসাদগ্রস্ত ব্যক্তির মানসিক চিকিৎসার ব্যবস্থা করা হবে।প্রাথমিকভাবে 'আলোদিক' (Aalodik) প্রকল্পে পুলিশের তরফে মনোবিদ, কাউন্সিলরসহ মোট ২০ জনকে নিয়ে তৈরি করা হয়েছে একটি বিশেষ টিম। যাঁরা মূলত মানসিক অবসাদগ্রস্তদের কাউন্সেলিং ও চিকিৎসার দায়িত্বে থাকবেন। জেলা পুলিশের এই প্রয়াসের ফলে আত্মহত্যার প্রবণতা অনেকাংশেই কমানো যাবে বলেই মনে করছেন চিকিৎসকদের একাংশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পার্থ মুখোপাধ্যায়

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News : আত্মহত্যার প্রবণতা কমাতে পুলিশের উদ্যোগ আলোদিক, অবসাদগ্রস্থদের করা হবে কাউন্সিলিং
Open in App
হোম
খবর
ফটো
লোকাল