TRENDING:

Vidyasagar University: গবেষণার নিরিখে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান দখল করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ

Last Updated:

শুধু গণিত বিভাগ নয়, রসায়ন, পদার্থবিদ্যা সহ বিজ্ঞানের অন্যান্য বিভাগ এবং কলা ও বাণিজ্য বিভাগের মানও যথেষ্ট ভালো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর- গবেষণার 'মান' এর উপর নির্ভর করে বিশ্বব্যাপী সংস্থা রিসার্চ ডট কম (Research.com) বিভিন্ন বিশ্ববিদ্যালয় (University) ও প্রযুক্তিগত শিক্ষাপ্রতিষ্ঠান (IIT) এর যে 'র‍্যাঙ্ক' বা 'ক্রম' (Rank) নির্ধারণ করেছে, তাতে গণিত (Mathematics) বিভাগে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে (2nd Position in India) আছে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University)। এই তালিকা অনুযায়ী, দেশের মধ্যে প্রথম স্থানে আছে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (Aligarh Muslim University)। অপরদিকে, তৃতীয় স্থানে আছে, কানপুর আইআইটি (IIT Kanpur/Indian Institute of Technology Kanpur)। সম্প্রতি, সংস্থার তরফে এই তালিকা ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তা পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, মোট চারটি বিষয়ের উপর এই সংস্থা ক্রম (Rank) নির্ধারণ করেছে। এগুলি হল- বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট (Business and Management), কম্পিউটার সাইন্স (Computer Science), ইকোনমিক্স এন্ড ফাইন্যান্স (Economic and Finance) এবং গণিত (Mathematics)। এর মধ্যে, গণিত বিভাগ-টিতে ভারতবর্ষের প্রথম সারির বিশ্ববিদ্যালয় হিসেবে চিহ্নিত হয়েছে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। বিদ্যাসাগরের বিশ্ব র‍্যাঙ্কিং (World Ranking) হল- ২৮০ এবং জাতীয় র‍্যাঙ্কিং হল- ২। আলিগড়ের বিশ্ব র‍্যাঙ্কিং হল- ২২১ এবং জাতীয় র‍্যাঙ্কিং ১। অন্যদিকে, কানপুর আইআইটি'র বিশ্ব র‍্যাঙ্কিং হল- ৩৫০ এবং জাতীয় র‍্যাঙ্কিং ৩। মূলত, গবেষণায় 'এইচ ইনডেক্স' (h-index) এর উপর নির্ভর করে, এই র‍্যাঙ্কিং করা হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। রিসার্চ বা গবেষণার ক্ষেত্রে এই h-index অন্যতম একটি গুণগত মান নির্ধারক সূচক। সেই সূচক বা স্ট্যান্ডার্ড অনুযায়ী ভারতবর্ষের প্রত্যন্ত জঙ্গলমহলের এই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের গবেষণামূলক মান যে যথেষ্ট উন্নত তা বলাই বাহুল্য! (Vidyasagar University)

advertisement

অপরদিকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মধুমঙ্গল পাল (Dr. Madhumangal Pal) এবং প্রাক্তন অধ্যাপক ড. মনোরঞ্জন মাইতি এই গবেষণামূলক র‍্যাঙ্কিং অনুযায়ী সারা দেশের মধ্যে প্রথম সারিতে অবস্থান করছেন। দেশের মধ্যে দশম স্থানে আছেন ড. মনোরঞ্জন মাইতি (বিশ্ব র‍্যাঙ্কিং ১১৪৪) এবং একাদশ স্থানে আছেন ড. মধুমঙ্গল পাল (বিশ্ব র‍্যাঙ্কিং ১৩৫০)। তাঁদের দু'জনকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু জানিয়েছেন, "বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ যথেষ্ট উন্নত। শুধু এই সংস্থা নয়, এর আগেও বিশ্বখ্যাত যেসকল সংস্থাগুলি এই ধরনের গবেষণা মূলক মান নির্ধারণ করে, সেখানেও গণিত বিভাগ এবং এই বিভাগের অধ্যাপক ড. মধুমঙ্গল পাল সহ অন্যান্যরা গর্বের সঙ্গে প্রথম সারিতে জায়গা পেয়েছেন। শুধু গণিত বিভাগ নয়, রসায়ন, পদার্থবিদ্যা সহ বিজ্ঞানের অন্যান্য বিভাগ এবং কলা ও বাণিজ্য বিভাগের মানও যথেষ্ট ভালো। প্রথিতযশা অধ্যাপকদের হাত ধরে বিশ্ববিদ্যালয় আরো এগিয়ে যাবে, এটাই আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।"

advertisement

View More

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Vidyasagar University: গবেষণার নিরিখে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান দখল করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল