TRENDING:

West Medinipur News: মাওবাদী পোস্টারকাণ্ডে সাফল্য, তদন্তকারী দলকে পুরস্কার ঘোষণা জেলা পুলিশের

Last Updated:

মূলত, পুলিশি সক্রিয়তা কমানো এবং এলাকায় বিভিন্ন ধরণের দুষ্কৃতীমূলক কাজ করার উদ্দেশ্যেই এই পোস্টারিং করা হয়েছিল বলে জানায় পুলিশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে, মাওবাদী নামাঙ্কিত পোস্টার ছড়িয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টিকারীদের গ্রেফতার করে জঙ্গলমহলে শান্তি বজায় রাখতে যে পুলিশ টিম কাজ করেছে এবং অভিযুক্তদের জনসমক্ষে এনেছেন, সেই পুলিশ টিমের আধিকারিকদের উদ্বুদ্ধ করতে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার দিনেশ কুমার (West Medinipur News)।
ধৃতরা জেলা পুলিশ সুপার অফিসে
ধৃতরা জেলা পুলিশ সুপার অফিসে
advertisement

কিছু কিছু এলাকায় অসৎ কাজ করার জন্য সেইসব এলাকার কিছু দুষ্কৃতী পরিকল্পনা করে এই সমস্ত মাওবাদী নামাঙ্কিত পোস্টার ফেলে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছিল(West Medinipur News)। পুলিশ তৎপরতার সঙ্গে এই ঘটনায় যুক্ত ৮ জনকে গ্রেফতার করেছে। শনিবার সন্ধ্যায় এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন জেলা পুলিশ সুপার। সম্প্রতি জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন স্থানে মাও পোস্টার পড়ার হিড়িক পড়ে যায়। গড়বেতা, শালবনী, পিড়াকাটা সহ সীমানা এলাকায় পোস্টার পড়ে রাতের অন্ধকারে। অপরদিকে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়, বাঁকুড়া, সীমান্ত সহ বিভিন্ন জায়গায় সম্প্রতি মাওবাদীদের নাম করে হুমকি পোস্টার পড়ে। লাল কালিতে করে ঠিক মাওবাদীদের স্টাইলেই এই পোস্টারে লেখা ছিল বিভিন্ন ধরনের কাজ কর্মের উল্লেখ। কখনও শাসক দলের নেতাদের শাস্তি, কখনও বা রাস্তাঘাট করে দেওয়ার দাবি। বেশ কয়েকদিন ধরে এই পোস্টার পড়তে থাকায় তদন্তে নেমে কয়েকজন সন্দেহভাজনের গতিবিধির ওপর নজর রেখেছিল জেলা পুলিশ।

advertisement

শুক্রবার রাতে পুলিশ এমন পাঁচজনকে গ্রেফতার করে(West Medinipur News)। এই ঘটনায় পরে পুলিশ আরও দু'জনকে গ্রেফতার করে সংশ্লিষ্ট এলাকা থেকে। শনিবার আরও একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার দিনেশ কুমার। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা পুলিশি জেরায় পোস্টার দেওয়ার কথা স্বীকার করে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এলাকায় বিভিন্ন ধরনের অসৎ কাজ কর্ম করতে অসুবিধে হচ্ছিল বলেই এরা এই ধরনের কাজ করেছে। ধৃত প্রথম পাঁচজনকে গড়বেতা আদালতে তোলা হয়। এইদিন ধৃতদের সাতদিনের পুলিশ হেফাজত চাওয়া হয় পুলিশের তরফে। কিন্তু ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।

advertisement

এদিন পুলিশ সুপার দিনেশ কুমার বলেন, "মাসখানেক ধরেই মাওবাদীদের নাম করে বেশকিছু লাল কালিতে লেখা পোস্টার ফেলা হয়। যেগুলো উদ্ধার হয় জঙ্গলমহলের গড়বেতা, শালবনী, পিড়াকাটা সহ বিভিন্ন প্রান্ত থেকে। আমরা এই ঘটনায় খোঁজখবর রাখছিলাম এবং এরপরই আমরা তদন্ত শুরু করি। সেই ঘটনার তদন্ত শুরু করার পর আমাদের পুলিশ অফিসারদের দক্ষতায় অবশেষে আমরা সাতজন যুবককে গ্রেফতার করেছি। যাদের মধ্যে দুজন এই পোস্টার তৈরি করার মাস্টারমাইন্ড।এদের কাছ থেকে আমরা ল্যাপটপ, কিছু প্রিন্টার এবং কিছু পোস্টার পেয়েছি । এছাড়াও এই ৭ জনের মধ্যে তিনজন পাশের জেলা ঝাড়গ্রামের।" মূলত পুলিশি সক্রিয়তা কমানো এবং এলাকায় বিভিন্ন ধরণের দুষ্কৃতীমূলক কাজ করার উদ্দেশ্যেই এই পোস্টারিং করা হয়েছিল বলে জানায় পুলিশ।

advertisement

View More

পুলিশ সুপার এও জানান, "অভিযুক্তদের নামে এর আগে ক্রিমিনাল রেকর্ড রয়েছে। আমরা সেই বিষয়ে আরো তদন্ত করছি। যদিও একজন পলাতক রয়েছে।" পুলিশ অফিস থেকে এই অফিসারদের ১০ হাজার টাকা পুরস্কৃত করার কথা ঘোষণা করেন দিনেশ কুমার এক সাংবাদিক বৈঠকে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: মাওবাদী পোস্টারকাণ্ডে সাফল্য, তদন্তকারী দলকে পুরস্কার ঘোষণা জেলা পুলিশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল