TRENDING:

Kharagpur accident: বেহালার পর খড়্গপুর! বেপরোয়া অডির ধাক্কায় নিহত পুলিশ অফিসার, মৃত গাড়ির দুই আরোহীও

Last Updated:

শুক্রবার রাত একটা নাগাদ খড়্গপুর গ্রামীণ থানা এলাকার ওড়িশা ট্রাঙ্ক রোডের উপরে বেনাপুর রেল গেটের সামনে এই দুর্ঘটনাটি ঘটে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শঙ্কর রাই, খড়্গপুর: রাতে টহল দিতে বেরিয়ে জাতীয় সড়কের ধারে গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছিলেন পুলিশের এএসআই৷ আচমকাই বেপরোয়া গতিতে তাঁকে এসে ধাক্কা মারে একটি অডি গাড়ি৷ এর পর রেল গেটের সিগন্যাল পোস্টে ধাক্কা মেরে রাস্তার পাশের একটি ঝুপড়ি চায়ের দোকানে ঢুকে যায় গাড়িটি৷ শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই পুলিশ আধিকারিক সহ তিন জনের৷ ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন৷
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অডি গাড়ি৷
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অডি গাড়ি৷
advertisement

নিহত ওই পুলিশ আধিকারিকের নাম রামানন্দ দে (৪৫)৷ এএসআই পদমর্যাদার ওই অফিসারের বাড়ি বাঁকুড়ার তালড্যাংরায়৷ রামানন্দবাবু ছাড়াও এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ঘাতক গাড়িটিতে থাকা এক যাত্রী শেখ জাহাঙ্গির খান (৩৫) এবং গাড়িটির চালক অভিষেক শ্রীবাস্তবের৷

আরও পড়ুন: এক রাতেই বদলে গেল বেহালা চৌরাস্তার ছবি, মূল্য চুকিয়ে গেল ছোট্ট সৌরনীল

advertisement

জানা গিয়েছে, শুক্রবার রাত একটা নাগাদ খড়্গপুর গ্রামীণ থানা এলাকার ওড়িশা ট্রাঙ্ক রোডের উপরে বেনাপুর রেল গেটের সামনে এই দুর্ঘটনাটি ঘটে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে রেল গেটের সামনে টহল দেওয়ার সময় পুলিশের গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন ওই পুলিশ অফিসার৷ তখনই খড়্গপুর দিকে বেপরোয়া গতিতে ছুটে যাচ্ছিল একটি লাল রংয়ের অডি গাড়ি৷

advertisement

নিহত এএসআই রামানন্দ দে৷

আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি এসে সরাসরি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা রামানন্দ দে নামে ওই পুলিশ অফিসারকে ধাক্কা মারে৷ এর ফলে ছিটকে পড়েন ওই পুলিশ অফিসার৷ রামানন্দবাবুকে ধাক্কা মারার পরে গাড়িটি রেলগেটের সিগন্যালে ধাক্কা মেরে একটি ঝুপড়ি চায়ের দোকানে ঢুকে যায়৷

advertisement

ভয়ঙ্কর এই দুর্ঘটনার পরই গাড়িতে থাকা পুলিশকর্মীরা দ্রুত ছুটে এসে রামানন্দ বাবুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ গাড়িটির গতি এতটাই বেশ ছিল যে দুর্ঘটনার জেরে অডি গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়৷ স্থানীয়দের সহযোগিতায় গাড়ির ভিতর থেকে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত শেখ জাহাঙ্গির খানই ওই দামি গাড়িটির মালিক৷ পেশায় ডেকরেটর ব্যবসায়ী জাহাঙ্গির খড়্গপুর শহরের পাঁচবেড়িয়ার বাসিন্দা ছিলেন৷ আহতদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, গাড়িতে থাকা পাঁচ বন্ধু মকরমপুরের একটি ধাবায় খাওয়া দাওয়া করে ফিরছিলেন৷ তখনই এই দুর্ঘটনা ঘটে৷

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Kharagpur accident: বেহালার পর খড়্গপুর! বেপরোয়া অডির ধাক্কায় নিহত পুলিশ অফিসার, মৃত গাড়ির দুই আরোহীও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল