নিহত ওই পুলিশ আধিকারিকের নাম রামানন্দ দে (৪৫)৷ এএসআই পদমর্যাদার ওই অফিসারের বাড়ি বাঁকুড়ার তালড্যাংরায়৷ রামানন্দবাবু ছাড়াও এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ঘাতক গাড়িটিতে থাকা এক যাত্রী শেখ জাহাঙ্গির খান (৩৫) এবং গাড়িটির চালক অভিষেক শ্রীবাস্তবের৷
আরও পড়ুন: এক রাতেই বদলে গেল বেহালা চৌরাস্তার ছবি, মূল্য চুকিয়ে গেল ছোট্ট সৌরনীল
advertisement
জানা গিয়েছে, শুক্রবার রাত একটা নাগাদ খড়্গপুর গ্রামীণ থানা এলাকার ওড়িশা ট্রাঙ্ক রোডের উপরে বেনাপুর রেল গেটের সামনে এই দুর্ঘটনাটি ঘটে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে রেল গেটের সামনে টহল দেওয়ার সময় পুলিশের গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন ওই পুলিশ অফিসার৷ তখনই খড়্গপুর দিকে বেপরোয়া গতিতে ছুটে যাচ্ছিল একটি লাল রংয়ের অডি গাড়ি৷
নিহত এএসআই রামানন্দ দে৷
আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি এসে সরাসরি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা রামানন্দ দে নামে ওই পুলিশ অফিসারকে ধাক্কা মারে৷ এর ফলে ছিটকে পড়েন ওই পুলিশ অফিসার৷ রামানন্দবাবুকে ধাক্কা মারার পরে গাড়িটি রেলগেটের সিগন্যালে ধাক্কা মেরে একটি ঝুপড়ি চায়ের দোকানে ঢুকে যায়৷
ভয়ঙ্কর এই দুর্ঘটনার পরই গাড়িতে থাকা পুলিশকর্মীরা দ্রুত ছুটে এসে রামানন্দ বাবুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ গাড়িটির গতি এতটাই বেশ ছিল যে দুর্ঘটনার জেরে অডি গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়৷ স্থানীয়দের সহযোগিতায় গাড়ির ভিতর থেকে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ৷
জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত শেখ জাহাঙ্গির খানই ওই দামি গাড়িটির মালিক৷ পেশায় ডেকরেটর ব্যবসায়ী জাহাঙ্গির খড়্গপুর শহরের পাঁচবেড়িয়ার বাসিন্দা ছিলেন৷ আহতদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, গাড়িতে থাকা পাঁচ বন্ধু মকরমপুরের একটি ধাবায় খাওয়া দাওয়া করে ফিরছিলেন৷ তখনই এই দুর্ঘটনা ঘটে৷
