এডিও অফিসের সামনে থাকা শালবনীর কয়েকজন যুবকের দেখে সন্দেহ হয়। এরপর তাঁরাই প্রথমে গাড়িটিকে আটকায় এবং ঐ ইঞ্জিন ভ্যান চালককে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে ঐ ব্যক্তির কথায় অসঙ্গতি বুঝতে পেরে ঐ যুবকেরাই খবর দেয় শালবনী থানায়। খবর পেয়ে দ্রুত শালবনী থানার পুলিশ ঘটনাস্থলে এসে বীজধান বোঝাই গাড়ি সমেত চালককে আটক করে শালবনী থানায় নিয়ে যায়।
advertisement
আরও পড়ুনঃ সারাদিন নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হল বিশ্ব এডস দিবস
অন্যদিকে, যে সময়ে অফিসে একাধিক কর্মীরা উপস্থিত ছিলেন, সেই সময়েই কিভাবে বা কোথায় পাচার হয়ে যাচ্ছিল বস্তা বস্তা বীজ ধান? এই বিষয়ে এডিও প্রতাপ চন্দ্র সিংহকে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন, বিষয়টি আমরাও তদন্ত করে দেখছি। পুলিশকেও জানানো হয়েছে। তবে ঐ ব্যক্তি কার কথায় ঐ বীজ ধান বস্তা বোঝাই করে কোথায় নিয়ে যাচ্ছিল, এর পেছনে কারা রয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখছে শালবনী থানার পুলিশ।
Partha Mukherjee