বর্ষবরণের অনুষ্ঠান চলাকালীন একযোগে তাঁরা হানা দিলেন খড়্গপুর শহরের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁ গুলিতে (West Medinipur News)। ঠিক সেই সময়ই ডিজে বাজিয়ে উদ্যাম নৃত্যে মেতে উঠেছিলেন মাস্ক না পরা যুবক-যুবতীরা! হঠাতই বিনা মেঘে বজ্রপাতের মতো পুলিশ আর প্রশাসনের আধিকারিকদের প্রবেশ! সঙ্গে আবার কোত্থেকে খবর পেয়ে জুটে গিয়েছিল সাংবাদিকরাও। ক্যামেরায় ধরা পড়ল, যুবক-যুবতীদের 'রণে ভঙ্গ দিয়ে' এদিক-ওদিক ছুটে পালানো! তবে, অনুষ্ঠান বন্ধের নির্দেশ আর কড়া হুঁশিয়ারি দিয়েই আপাতত ছেড়ে দেওয়া হয়েছে হোটেল মালিক সহ অনুষ্ঠান উদযাপন করতে আসা যুবক যুবতীদের।
advertisement
প্রসঙ্গত, বর্ষবরণের অনুষ্ঠান কাটছাঁট করার বার্তা আগেই দেওয়া হয়েছিল, বলা হয়েছিল কোভিড বিধি মেনে অনুষ্ঠান পালন করার কথা। তা আদৌ মানা হয়েছে কিনা দেখতেই, হোটেলগুলোতে গভীর রাতে অভিযান চালানো হল মহকুমা প্রশাসনের এই উচ্চ পর্যায়ের দলের পক্ষ থেকে (West Medinipur News)। দেখা যায়, কোনোরকম সতর্কতা অবলম্বন না করেই হোটেলগুলিতে অনুষ্ঠান চলছে, মাস্ক নেই বেশিরভাগের মুখে, এমনকি বিনা অনুমতিতে বাজানো হচ্ছে ডিজে। তাই, কড়া পদক্ষেপ গ্রহণ করল মহকুমাশাসকের নেতৃত্বাধীন এই দল। বন্ধ করে দেওয়া হল অনুষ্ঠান। কোভিড বিধি না মেনে অনুষ্ঠান চালানোর জন্য দেওয়া হল কড়া হুঁশিয়ারি।
উল্লেখ্য যে, বেশিরভাগ হোটেলে ডিজে বাজানোর এবং নাচ-গানের কোনো অনুমতি না নিয়েই চলছিল বর্ষবরণের অনুষ্ঠান। গোপন সূত্রে খবর পেয়েই খড়্গপুরের SDO-SDPO'রা হোটেলগুলোতে অভিযান চালিয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার বর্ষবিদায় আর বর্ষবরণের রাতে, এভাবেই সক্রিয় থাকতে দেখা যায় খড়্গপুরের মহকুমাশাসক আজমল হোসেন, মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকার, খড়্গপুর টাউন থানার আইসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রমুখদের।
Partha Mukherjee