খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার ওসি সহ পুলিশ বাহিনী। অগ্নিকাণ্ডের বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখেন তাঁরা। পরে দমকল বাহিনী এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে এবং আগুণ সম্পূর্ন নেভাতে সক্ষম হয়। এই ঘটনায় স্থানীয় মানুষজনের দাবি, এই এলাকার মধ্যে একটি ফায়ার স্টেশন অতি অবিলম্বে প্রয়োজন। কারন এই এলাকায় অগ্নিকাণ্ডের কোনও দুর্ঘটনা ঘটলে দমকল বাহিনী যাতে উপযুক্ত সময়ের মধ্যে পৌঁছাতে পারে।
advertisement
আরও পড়ুনঃ শব্দবাজি আর নয়! সচেতন করতে ছৌ নৃত্যের শিবির গোয়ালতোড়ে
এই ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় মানুষজনকে ধন্যবাদ জানানো হয়েছে, যারা তাদের ব্যাপক প্রচেষ্টায় এই আগুন নেভাতে সহযোগিতা করেছে। পাটের গোডাউনে আগুন নেভাতে গিয়ে এক স্থানীয় ব্যক্তি আহতও হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা। এলাকার মানুষদের দাবি, এই এলাকার মানুষদের কথা ভেবে এলাকায় একটি ফায়ার স্টেশন করার ব্যবস্থা করুক রাজ্য সরকার। যদিও এবিষয়ে প্রসাশনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Partha Mukherjee





