TRENDING:

Paschim Medinipur News: পাটের গোডাউনে ভয়াবহ আগুন! আতঙ্কিত ঘাটাল থানা এলাকার মানুষ

Last Updated:

শুক্রবার রাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। জানা যায়, অসিত মান্না নামে এক ব্যক্তির রান্নার স্থান থেকে পার্শ্ববর্তী পাটের গোডাউনে আগুন লাগে। অগ্নিকাণ্ডে ভূষ্মীভূত হয়ে যায় লক্ষাধিক টাকার মজুদ থাকা পাট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর : শুক্রবার রাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। জানা যায়, অসিত মান্না নামে এক ব্যক্তির রান্নার স্থান থেকে পার্শ্ববর্তী পাটের গোডাউনে আগুন লাগে। অগ্নিকাণ্ডে ভূষ্মীভূত হয়ে যায় লক্ষাধিক টাকার মজুদ থাকা পাট। দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টায় স্থানীয় মানুষেরা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ড ঘটার সময়ে দমকল বিভাগে খবর দেওয়া হলেও সময়ে দমকল বাহিনী আসেনি বলে অভিযোগ স্থানীয় মানুষদের। স্থানীয়রাই মেশিনের সাহায্যে এবং বালতি সহযোগে জল সরবরাহ করে ব্যাপক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার ওসি সহ পুলিশ বাহিনী। অগ্নিকাণ্ডের বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখেন তাঁরা। পরে দমকল বাহিনী এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে এবং আগুণ সম্পূর্ন নেভাতে সক্ষম হয়। এই ঘটনায় স্থানীয় মানুষজনের দাবি, এই এলাকার মধ্যে একটি ফায়ার স্টেশন অতি অবিলম্বে প্রয়োজন। কারন এই এলাকায় অগ্নিকাণ্ডের কোনও দুর্ঘটনা ঘটলে দমকল বাহিনী যাতে উপযুক্ত সময়ের মধ্যে পৌঁছাতে পারে।

advertisement

আরও পড়ুনঃ শব্দবাজি আর নয়! সচেতন করতে ছৌ নৃত্যের শিবির গোয়ালতোড়ে

এই ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় মানুষজনকে ধন্যবাদ জানানো হয়েছে, যারা তাদের ব্যাপক প্রচেষ্টায় এই আগুন নেভাতে সহযোগিতা করেছে। পাটের গোডাউনে আগুন নেভাতে গিয়ে এক স্থানীয় ব্যক্তি আহতও হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা। এলাকার মানুষদের দাবি, এই এলাকার মানুষদের কথা ভেবে এলাকায় একটি ফায়ার স্টেশন করার ব্যবস্থা করুক রাজ্য সরকার। যদিও এবিষয়ে প্রসাশনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: পাটের গোডাউনে ভয়াবহ আগুন! আতঙ্কিত ঘাটাল থানা এলাকার মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল