TRENDING:

West Medinipur News: পর্যটকদের জন্য ষষ্ঠী থেকে নবমী পুজো স্পেশাল ট্রেন ছাড়বে সাঁতরাগাছি থেকে

Last Updated:

পর্যটকদের কথা ভেবে বিশেষ উদ্যোগ দক্ষিণ-পূর্ব রেলের। দুর্গাপুজোর সময় সাঁতরাগাছি থেকে পুজো স্পেশাল ট্রেন চালাবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: চাকরি করেন? এমনিতে ছুটি থাকে না, তবে পুজোতে মাত্র চারদিনের ছুটি পেয়েছেন? সময়টা নষ্ট না করে পরিবারের সঙ্গে ঘুরে আসুন জঙ্গলমহল পুরুলিয়া। দক্ষিণ-পূর্ব রেল দিচ্ছে সেই সুযোগ। পুজোয় স্পেশাল ট্রেন চালাবে তারা। এই ট্যুরে উপরি পাওনা ছৌ নাচ দেখার সুযোগ।
advertisement

আরও পড়ুন: ৫ টাকার পদ্ম বিদেশে পাড়ি দিলেই ৪০০ টাকা! চাষিদের ভাগে জোটে না কিছুই

ঘুরতে যেতে ভালোবাসেন কিন্তু পেশার সঙ্গে তাল মিলিয়ে ছুটি পাচ্ছেন না? তবে আপনার জন্য ঘুরতে যাওয়ার সুযোগ করে দিচ্ছে দক্ষিণ-পূর্ব রেল। পুজোর কটাদিন সাঁতরাগাছি থেকে পুরুলিয়া পর্যন্ত দুর্গাপুজো স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল। এই মর্মে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে তারা। রেল সূত্রে খবর, ২০ অক্টোবর (ষষ্ঠীর দিন) থেকে আগামী ২৩ অক্টোবর (নবমীর দিন) পর্যন্ত চলবে এই পুজো স্পেশাল ট্রেন।

advertisement

View More

পুজো স্পেশাল ট্রেনের সময়সূচিও ঘোষণা করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। প্রতিদিন রাত ১ টায় সাঁতরাগাছি থেকে ছাড়বে এই দুর্গাপুজো স্পেশাল ট্রেন, পুরুলিয়া পৌঁছবে সকাল ৭.৩০ মিনিটে। আবার সকাল ১০.৪০ টায় পুরুলিয়া থেকে ছাড়বে ট্রেনটি, সাঁতরাগাছি পৌঁছবে বিকেল ৪.২৫ এ। এই স্পেশাল ট্রেন থামবে খড়গপুর, মেদিনীপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, আদ্রা এবং আনারা স্টেশনে।

advertisement

পুজোর ছুটিতে যে শুধু পুরুলিয়াই ঘোরা যাবে এমনটা নয়, সঙ্গে ঘুরতে পারবেন বাঁকুড়াও। টেরাকোটা শিল্প, একাধিক প্রাচীন মন্দির এমনকি ডোকরা শিল্পের স্বাদ‌ও নিতে পারেন। স্বল্প সময়ে পৌঁছতে পারবেন আপনার ডেস্টিনেশনে। আর দেরি করবেন না, এক্ষুণি নিজের ও পরিবারের জন্য ট্রেনের আসন সংরক্ষিত করুন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: পর্যটকদের জন্য ষষ্ঠী থেকে নবমী পুজো স্পেশাল ট্রেন ছাড়বে সাঁতরাগাছি থেকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল