এই রাস্তা দিয়েই নিত্যদিন যাতায়াত করতে হয় স্কুল, বাজার এমন কি হাসপাতালেও। রাস্তার যা পরিস্থিতি তাতে বড় গাড়ি তো দূরের কথা ট্রলি ভ্যানও ঠিক মত যাতায়াত করতে পারে না। গ্রামের কোন মানুষ অসুস্থ হয়ে পড়লে, কাঁধে চাপিয়ে কিংবা মোটর বাইকে চাপিয়ে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। রাস্তা তৈরির জন্য প্রায় তিন লক্ষ টাকা বরাদ্দ হলেও, রাস্তা তৈরির কাজ কোনও ভাবেই শুরু হয়নি।
advertisement
আরও পড়ুনঃ মানবপ্রেমের জয়গান গাইতে গাইতে জীবনের 'হাফ সেঞ্চুরি' অনয়ের
যদিও এই সমস্যার কথা স্বীকার করে নিয়েছে প্রশাসন। স্থানীয় প্রশাসনের বক্তব্য, কিছু আর্থিক জটিলতার কারণে রাস্তা তৈরির কাজ আটকে রয়েছে। তবে এই ব্যাপারে তারা নতুন করে উদ্যোগ নিতে শুরু করেছেন। কিন্তু কবে ঘুচবে এমন বেহাল দশা সেই দিকেই তাকিয়ে গ্রামের কয়েকশো মানুষ।
Partha Mukherjee