স্কুল আরম্ভ এবং শেষের সময় লাঠি হাতে পাহারা দিচ্ছেন ছাত্রীদের মা ও অন্যান্য মহিলারা। কাজও হয়েছে। গত তিন দিন ধরে বখাটে ইভটিজারদের আর স্কুলের ধারেপাশে ঘেঁষতে দেখা মেলেনি। অভিভাবকদের স্কুলের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে।
আরও পড়ুন - মহালয়ার আগেই খুলে যাবে টালা ব্রিজ, তারপরেই ভাঙা হবে উত্তরের ‘এই’ জরাজীর্ণ সেতু
advertisement
অভিভাবকদের অভিযোগ, স্কুলে ঢোকা ও বেরোনোর কোন নির্দিষ্ট সময় নেই। নিয়ম মানা হয় না স্কুলেই, ফলে সেই সুযোগ কাজে লাগায় অনেক ছাত্র, ছাত্রী থেকে শুরু করে বহিরাগত বখাটে রোমিওরা। স্কুল ছাত্রীদের মায়েরা জানিয়েছেন, যতদিন না চিরস্থায়ী বখাটে ছেলেদের দৌরাত্ম্য বন্ধ হচ্ছে, ততদিন তাঁরা এভাবেই স্কুল পাহারা দিয়ে যাবেন।
আরও দেখুন - Viral News : চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মৃত্যু-মুখে যাত্রী, RPF এর সাহায্যে বাঁচল প্রাণ, দেখুন ভিডিও
স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কুমার ভুঁই সমস্যার কথা স্বীকার করে নিয়ে বলেন, ‘‘আমরা পুলিশকেও বারেবারে জানিয়েছি। তাৎক্ষণিকভাবে পুলিশ আসলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। অভিযোগ জানানোর পর দুয়েকদিন পুলিশী টহল থাকলেও, পরবর্তী সময়ে পুলিশ চলে গেলে আবারও বখাটে ছেলেদের দৌরাত্ম্য শুরু হয়ে যায়। তবে মহিলাদের উদ্যোগ ভাল।’’ এর ফলে কাজ হয়েছে বলেও স্বীকার করেন স্কুলের প্রধান শিক্ষক।
Partha Mukherjee