TRENDING:

Paschim Midnapore News : ‘লেডিকিলার রোমিও’ -ফিল্মেই ভাল, স্কুল পড়ুয়া মেয়েদের বাঁচাতে পথে নামলেন মায়েরাই

Last Updated:

রোমিওদের রুখতে এবার লাঠি হাতে স্কুল পাহারায় ছাত্রীদের মা ও অন্যান্য মহিলারা...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঝাড়গ্রাম : ঝাড়গ্রামে অশোক বিদ্যাপীঠ হাই স্কুল ও বাণীতীর্থ হাইস্কুল পাশাপাশি। স্কুলের আরম্ভ এবং ছুটির সময় রোমিওদের দৌরাত্ম্যে নাজেহাল স্কুল ছাত্রী থেকে শুরু করে ছাত্রীদের মায়েরা পর্যন্ত। টোন টিটকিরি, কু মন্তব্য, ইভটিজিং লেগেই থাকে। প্রতিবাদ করলে মাত্রা আরও বাড়ে। স্কুল চত্বরে এই নিয়ে মারপিটও হয়েছে একাধিক বার এমনটাই অভিযোগ অভিভাবকদের। প্রশাসনকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি। তাই অবশেষে এবার স্কুল ছাত্রীদের মায়েরা নিজেরাই লাঠি হাতে নেমেছেন বখাটে ছেলেদের দৌরাত্ম্য আটকাতে। পাশে পেয়েছেন প্রতিবেশী মহিলাদেরও।
advertisement

স্কুল আরম্ভ এবং শেষের সময় লাঠি হাতে পাহারা দিচ্ছেন ছাত্রীদের মা ও অন্যান্য মহিলারা। কাজও হয়েছে। গত তিন দিন ধরে বখাটে ইভটিজারদের আর স্কুলের ধারেপাশে ঘেঁষতে দেখা মেলেনি। অভিভাবকদের স্কুলের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে।

আরও পড়ুন -  মহালয়ার আগেই খুলে যাবে টালা ব্রিজ, তারপরেই ভাঙা হবে উত্তরের ‘এই’ জরাজীর্ণ সেতু

advertisement

অভিভাবকদের অভিযোগ, স্কুলে ঢোকা ও বেরোনোর কোন নির্দিষ্ট সময় নেই। নিয়ম মানা হয় না স্কুলেই, ফলে সেই সুযোগ কাজে লাগায় অনেক ছাত্র, ছাত্রী থেকে শুরু করে বহিরাগত বখাটে রোমিওরা। স্কুল ছাত্রীদের মায়েরা জানিয়েছেন, যতদিন না চিরস্থায়ী বখাটে ছেলেদের দৌরাত্ম্য বন্ধ হচ্ছে, ততদিন তাঁরা এভাবেই স্কুল পাহারা দিয়ে যাবেন।

View More

আরও দেখুন - Viral News : চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মৃত্যু-মুখে যাত্রী, RPF এর সাহায্যে বাঁচল প্রাণ, দেখুন ভিডিও

advertisement

স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কুমার ভুঁই সমস্যার কথা স্বীকার করে নিয়ে বলেন, ‘‘আমরা পুলিশকেও বারেবারে জানিয়েছি। তাৎক্ষণিকভাবে পুলিশ আসলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। অভিযোগ জানানোর পর দুয়েকদিন পুলিশী টহল থাকলেও, পরবর্তী সময়ে পুলিশ চলে গেলে আবারও বখাটে ছেলেদের দৌরাত্ম্য শুরু হয়ে যায়। তবে মহিলাদের উদ্যোগ ভাল।’’ এর ফলে কাজ হয়েছে বলেও স্বীকার করেন স্কুলের প্রধান শিক্ষক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Midnapore News : ‘লেডিকিলার রোমিও’ -ফিল্মেই ভাল, স্কুল পড়ুয়া মেয়েদের বাঁচাতে পথে নামলেন মায়েরাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল