আজকের বৈঠকের পরই, পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের (DPSC) চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, "প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত সকল অবর বিদ্যালয় পরিদর্শক গণকে জানানো হচ্ছে যে, পাড়ায় শিক্ষালয় কার্যক্রমে সমস্ত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক(Paray Sikhalay) শিক্ষিকাদের উপস্থিতি একান্ত বাধ্যতামূলক।" এই শিক্ষামূলক কর্মসূচিটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশও দেওয়া হয়েছে।
advertisement
সূত্রের খবর অনুযায়ী, এদিনই জেলার প্রতিটি (প্রায় ৩ হাজার) প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষকদের এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই জানিয়েছেন, "এই কার্যক্রমে জেলার প্রায় ১৫ হাজার শিক্ষক-শিক্ষিকা'র উপস্থিতি বা অংশগ্রহণ বাধ্যতামূলক। পাড়ার মধ্যে নির্দিষ্ট স্থান বেছে নিয়ে ছোট ছোট গ্রুপ করে পাঠদান করতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। অবর বিদ্যালয় পরিদর্শকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।" আগামী ৭ ফেব্রুয়ারী থেকে শুরু হতে চলেছে রাজ্য জুড়ে পাড়ায় শিক্ষালয়।
Partha Mukherjee