TRENDING:

West Medinipur News: প্রকৃতির কোলে 'পাঠশালা' মেদিনীপুরে! ৭ ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে 'পাড়ায় শিক্ষালয়'

Last Updated:

শিশু শিক্ষার্থীরা যাতে পড়াশোনার পাঠ সম্পূর্ণ ভুলে না যায়, সেজন্যই অভিভাবকদের অনুমতি নিয়ে দুই মেদিনীপুরে এভাবেই শুরু হয়েছিল প্রকৃতির কোলে পাঠশালা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর- আবারও যেন পথ প্রদর্শক বিদ্যাসাগরের মেদিনীপুর! দুই মেদিনীপুরে আগেই শুরু হয়েছিল প্রকৃতির কোলে চারুপাঠ (পড়াশোনা)। অভিভাবকের সম্মতি নিয়ে, প্রকৃতির কোলে অর্থাৎ খোলা আকাশের নিচে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আগেই শুরু হয়েছে প্রাথমিক পড়ুয়াদের নিয়ে পাঠশালা (West Medinipur News)। এবার, অনেকটা সেই ধাঁচেই প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের নিয়ে রাজ্য জুড়ে শুরু হতে চলেছে 'পাড়ায় শিক্ষালয়'। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে পাড়ায় পাড়ায় চালু হবে এই প্রয়াস।
খোলা মাঠে চলছে ক্লাস
খোলা মাঠে চলছে ক্লাস
advertisement

প্রসঙ্গত, স্কুলের বন্ধ ঘরে সংক্রমণের একটা ভয় থেকেই যায়। তাই স্কুলের ঘরে নয়, বরং পার্ক বা খোলা মাঠ বা অন্য কোনও খোলামেলা জায়গায়, পাড়া ধরে ধরে স্বল্প সংখ্যক শিশু শিক্ষার্থীদের নিয়ে এই 'পাড়ায় শিক্ষালয়' শুরু করছে রাজ্যের শিক্ষা দফতর(West Medinipur News)। খোলা আকাশের নিচে, প্রকৃতির অঙ্গনে একদিকে যেমন শিশু শিক্ষার্থীরা খোলা মনে পড়াশোনা করতে পারবে, ঠিক তেমনই থাকবেনা সংক্রমণের ভয়। শিক্ষক, পার্শ্ব শিক্ষক বা শিক্ষা সহায়কেরা ক্লাস নেবেন বলে খবর। এই উদ্যোগে খুশি ঘরবন্দী শিক্ষক থেকে পড়ুয়া সকলেই। বিদ্যালয়ের মতোই ক্লাস হবে, তবে প্রকৃতির কোলে। উল্লেখ্য যে, গোটা রাজ্য জুড়ে যেভাবে বিদ্যালয় খোলার আন্দোলন শুরু হয়েছে, তাতে এবার নড়েচড়ে বসেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী।

advertisement

উল্লেখ্য যে, ২০২০ সালের মার্চ মাস থেকে বন্ধ স্কুল কলেজ। মাঝেমধ্যে, নবম থেকে দ্বাদশ এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারলেও, একেবারেই স্কুলের মুখ দেখেনি প্রাথমিক থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারা(West Medinipur News)। তাই এবার তাদের জন্য শুরু হচ্ছে 'পাড়ায় শিক্ষালয়'। রাজ্যের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

প্রায় ভেঙে পড়তে বসা শিক্ষা ব্যাবস্থায় কিছুটা হলেও আশার আলো জাগাবে এই কর্মসূচি, এমনটাই মনে করছেন শিক্ষক ও গবেষক মহলের একাংশ(West Medinipur News)। তবে, দুই মেদিনীপুরে আগেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল, বিভিন্ন বিদ্যালয় তথা শিক্ষক মহাশয়দের আন্তরিক প্রচেষ্টায়। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের জোতহাড় জ্ঞানদাময়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫০ জন ছাত্র-ছাত্রী-কে শিক্ষকরা, স্কুলের সামনেই গাছতলায় পড়াচ্ছিলেন। অভিবাবকদের অনুমতি নিয়ে, সপ্তাহে পাঁচদিন এই ক্লাস শুরু হয়েছিল।

advertisement

View More

অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের ধলহরা হিন্দু বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০০ ছাত্র-ছাত্রীদের নিয়ে পালা করে চলছিল পড়াশোনা পর্ব। শিশু শিক্ষার্থীরা যাতে পড়াশোনার পাঠ সম্পূর্ণ ভুলে না যায়, সেজন্যই অভিভাবকদের অনুমতি নিয়ে দুই মেদিনীপুরে এভাবেই শুরু হয়েছিল প্রকৃতির কোলে পাঠশালা(West Medinipur News)। আগামীকাল থেকে অনেকটা সেই ধাঁচেই রাজ্য জুড়ে শুরু হতে চলেছে 'পাড়ায় শিক্ষালয়'।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: প্রকৃতির কোলে 'পাঠশালা' মেদিনীপুরে! ৭ ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে 'পাড়ায় শিক্ষালয়'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল