২০১৮ সালে তৃণমূলের টিকিটে লড়ে জয়ী হন দোলারানি পাত্র বেরা। স্বামী দিলীপ বেরা পেশায় রাজমিস্ত্রী। দুই মেয়ে নিয়ে সংসার। ত্রিপল ও অ্যাসবেসটর দিয়ে তৈরি মাটির দেওয়ালের বাড়ি। এই বাড়িতেই হঠাৎ করে হাজির এডিএম, বিডিও ও পুলিশ।
আরও পড়ুনঃ মৃত যুবকের পরনে টিপ, শাড়ি-ব্লাউজ-অন্তর্বাস! অদ্ভূত মৃত্যু ঘিরে শিলিগুড়িতে রহস্য
advertisement
জানা গিয়েছে, অঞ্চল প্রধান দোলারানি পাত্র বেরার স্বামী দিলীপ বেরার নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরির নাম এসেছে। তারই ইনকোয়ারি রিপোর্টের জন্য সরকারি আধিকারিকদের উপস্থিতি। আর যা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা৷ কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস।
অপরদিকে, পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ সবেরাতি জানান ওই প্রধান খুবই দরিদ্র। মাটির বাড়িতে থাকে। ওনার স্বামী বাড়ি পাওয়ার যোগ্য। বিরোধীদের কাজ কটাক্ষ করার তারা করে যাবে। প্রধান জানান, আমাদের এলাকায় অনেক বাড়ি আছে যেগুলির অবস্থা খারাপ। আগে তারা পাক। তারপর সরকার যদি মনে করেন আমার স্বামীকে দেবে দিক।আমার আপত্তি নেই। অপরদিকে প্রধানের স্বামীর নামে বাড়ি আসা নিয়ে বর্তমানে পিংলা জুড়ে শুরু হয়েছে জল্পনা।
Partha Mukherjee