এই প্রশাসনিক বৈঠকে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে রাজ্যের বর্তমান সংক্রমণ পরিস্থিতি জানতে চান মুখ্যমন্ত্রী। নিগম বলেন, "সংক্রমণ বাড়ছে। গতকাল সংক্রমিত হয়েছিলেন ৮০০'র কাছাকাছি। আজ তা হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যুর হার কম হলেও, নতুন এই ওমিক্রন ভ্যারিয়েন্ট ডেল্টার থেকে তিনগুণ বেশি সংক্রামক। তবে, আমরা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত আছি। ধাপে ধাপে হাসপাতালের সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে"।( Omicron Fear)
advertisement
শ্রী নিগম এও জানিয়েছেন, কলকাতা ও শহরতলিতেই সংক্রমণ বেশি। এরপরই, মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, "জানুয়ারির প্রথম ২ দিন বাদ দিয়ে, ৩ জানুয়ারি থেকে এলাকাভিত্তিক কনটেনমেন্ট জোন করুন। আর, স্কুল কলেজগুলির দিকে নজর রাখুন। সংক্রমণ বাড়লে আমরা ফের কিছুদিনের জন্য স্কুল-কলেজ বন্ধ করতে পারি। অফিসগুলোতে ফের ৫০ শতাংশ উপস্থিতি করে দিন। work-from-home এর উপর জোর দিন"।(Omicron Fear)
মুখ্যমন্ত্রী এইদিন, লোকাল ট্রেনের সংখ্যা কমানোর দিকেও ইঙ্গিত করেছিলেন। তবে, গঙ্গাসাগর মেলার জন্য হয়তো এই মুহূর্তে তা কমানো হবে না। আর, এক্ষেত্রেই সাধারণ মানুষের প্রশ্ন, উৎসব, অনুষ্ঠান আর নির্বাচন পালন করতে গিয়ে স্কুল-কলেজ বন্ধ করতে হচ্ছে কেন? বরং, উল্টোটা করা হোক পড়াশোনার স্বার্থে। অন্যদিকে, রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম এও জানিয়েছেন, "আগামী ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সী কিশোরদের টিকাকরণ কর্মসূচি শুরু হয়ে যাবে। ৪৮ লক্ষ ছাত্রছাত্রীকে টিকা দেওয়া হবে।"
Partha Mukherjee