তবে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে রবিবার পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করে দলের সাংসদ তথা সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ খড়্গপুর থেকে বিদায় নেওয়ার পরই শহরে পৌঁছেছেন বিধায়ক হিরণ। ফলে, খড়্গপুরের সচেতন রাজনৈতিক মহল বলছে, "দূরত্বে সেই থেকেই গেল"! রবিবার রাতে নিজের বক্তব্যে সেই ইঙ্গিতও অবশ্য দিয়ে রেখেছেন হিরণ। তিনি জানিয়েছেন, "রাজনীতি রাজনীতির জায়গায় থাক। আমরা মানুষের পাশে থাকব। সে রাজনীতি থাক বা না থাক"! খড়্গপুর শহরের (সদরের) বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় যে ঘুরিয়ে ফিরিয়ে ইঙ্গিতটা কোন দিকে করতে চেয়েছেন, তা বুঝে নিতে অসুবিধা হয়নি রাজনীতি-সচেতন খড়্গপুরবাসীর।
advertisement
Location :
First Published :
December 28, 2021 10:09 AM IST