আবগারি দফতরের এক কর্তার কথায়, "পুজোয় সময় মদের চাহিদা বেশি থাকে। সেই সময় একটু বেশি টাকা মানুষ খরচ করেই থাকেন। সেটা সমস্যার নয়। সমস্যাটা হল, নতুন দামের মদ দোকানে দোকানে পৌঁছে দেওয়া নিয়ে। এখনও বহু দোকানেই বর্তমান দামের মদের স্টক রয়েছে। সেটা শেষ না হওয়া পর্যন্ত আপাতত দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হল।" যদিও, একটি সুত্রের মতে, সরকারের কোষাগারের অবস্থা- 'ভাঁড়ে মা ভবানী!" এই পরিস্থিতিতে ভরসা আবগারি দফতরই। তাই, হঠাৎ করে দাম বাড়ালে, মদের বিক্রি কমেও যেতে পারে, এই কারণেই আপাতত দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
advertisement
আরও পড়ুন: মঙ্গোলিয়ার সাবেক পোশাক থেকে গামছা মাস্ক - বারবার মুগ্ধ করেছেন ‘ফ্যাশনদুরস্ত’ মোদি!
তবে, আবগারি দফতর সূত্রে খবর, পুজো মিটলে সামনের মাসের মাঝামাঝি সময় দামবৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে। সেক্ষেত্রে অক্টোবরের মাঝামাঝি বা নভেম্বরের শুরুতে দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য যে, গত বছরে বিলিতি মদের দাম অনেকটাই কমিয়েছিল রাজ্য। ২০২১ সালের ১৬ নভেম্বর থেকে ভারতে তৈরি বিলিতি মদের দাম কমানো হয়েছিল। সেই দাম ১৫ সেপ্টেম্বর থেকে বাড়ানো হতে পারে বলেই খবর ছিল আবগারি দফতর সূত্রে। সূত্র খবর, অনেক দিন ধরেই মদ উৎপাদনকারীরা দাম বাড়ানোর কথা বলছিলেন। কিন্তু, বাজার পড়ে যাওয়ার সম্ভাবনায় তাতে অনুমতি দেয়নি আবগারি দফতর। পাশাপাশিই, এও জানানো হয়, গত বছর নভেম্বরের আগে দাম যত ছিল, এ বার দাম বাড়িয়ে ততটা করা হবে না! দাম তার চেয়ে কমই রাখা হবে। তবে, এখনই দাম না বাড়ায়, পুজোর আগে কিছুটা হলেও স্বস্তিতে সুরা প্রেমিরা!
Partha Mukherjee