যাবতীয় মালপত্র সরকারি ভাবে কিনে দেওয়া হচ্ছে। গোষ্ঠীর মহিলারা শুধু তেলেভাজা তৈরি আর বিক্রি করবে। প্রতিদিন প্রায় ৩০০-৫০০ গড়ে তেলেভাজা বিক্রি হচ্ছে। বিল দেওয়া হচ্ছে সরকারি ভাবে। প্রতিদিন ব্যবসায় যথেষ্ট লাভ পাচ্ছে বলে দাবী CADC অধিকর্তার।
আর সরকারি মূল্যের চপ খেয়ে বেজায় খুশি খদ্দেররা। সংঘের মহিলারা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৈরি হওয়া এই দোকানে কাজ করে খুবই খুশি তারা। আগামী দিনে আরও বড় করে বিভিন্ন জিনিসপত্র রেখে বড় ব্যবসা করার পরিকল্পনা রয়েছে তাদের। যেখানে আগামী দিনে অন্যান্য খাওয়ার জিনিসপত্র থেকে নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছুই পাওয়া যাবে বলে দাবী CADC অধিকর্তা অভিজিৎ নন্দীর।
advertisement
Partha Mukherjee
Location :
First Published :
December 24, 2022 6:49 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Midnapore News: খুলল সরকারি মূল্যের চপের দোকান ! ৫ টাকার চপ খেলেই বিশাল আয়! জানুন





