TRENDING:

Midnapore News: খুলল সরকারি মূল্যের চপের দোকান ! ৫ টাকার চপ খেলেই বিশাল আয়! জানুন

Last Updated:

Midnapore News: চপ শিল্প! অনেক দিন ধরেই চর্চায়। এবার সরকারি দোকান থেকে খান ৫ টাকার চপ! সঙ্গে কী পাচ্ছেন জেনে নিন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর: কদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর এবং ঝাড়গ্রামে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চপ শিল্পের কথা ঘোষণা করেছিলেন। আর সেই কথা মাথায় রেখেই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে খুললো সরকারি চপ দোকান। তবে শুধু চপ নয় সঙ্গে রয়েছে পাঁপড়, বেগুনি, পিঁয়াজি সমেত নানা রকম তেলেভাজা। বাজারের থেকে ৩ টাকা কমে বিক্রি হচ্ছে এই তেলে ভাজা। মূল্য ধার্য করা হয়েছে ৫ টাকা। আর যা কিনতে প্রতিদিন লাইন লাগছে চপ দোকানে। উল্ল্যখ্য ডিসেম্বর মাসের প্রথম থেকে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের দলপতিপুর এলাকায় CADC তে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে শুরু করেছে তেলে ভাজার দোকান। যেখানে ৪০ জন মহিলাকে রোটেশন করে কাজ করানো হবে। ৩-৪ ঘণ্টার পরিশ্রমে ১০০ টাকা ধার্য করা হয়েছে প্রতিদিন।
advertisement

যাবতীয় মালপত্র সরকারি ভাবে কিনে দেওয়া হচ্ছে। গোষ্ঠীর মহিলারা শুধু তেলেভাজা তৈরি আর বিক্রি করবে। প্রতিদিন প্রায় ৩০০-৫০০ গড়ে তেলেভাজা বিক্রি হচ্ছে। বিল দেওয়া হচ্ছে সরকারি ভাবে। প্রতিদিন ব্যবসায় যথেষ্ট লাভ পাচ্ছে বলে দাবী CADC অধিকর্তার।

আর সরকারি মূল্যের চপ খেয়ে বেজায় খুশি খদ্দেররা। সংঘের মহিলারা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৈরি হওয়া এই দোকানে কাজ করে খুবই খুশি তারা। আগামী দিনে আরও বড় করে বিভিন্ন জিনিসপত্র রেখে বড় ব্যবসা করার পরিকল্পনা রয়েছে তাদের। যেখানে আগামী দিনে অন্যান্য খাওয়ার জিনিসপত্র থেকে নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছুই পাওয়া যাবে বলে দাবী CADC অধিকর্তা অভিজিৎ নন্দীর।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Midnapore News: খুলল সরকারি মূল্যের চপের দোকান ! ৫ টাকার চপ খেলেই বিশাল আয়! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল