আর তাই মেয়েদের সেলফ ডিফেন্সের পাঠ দেওয়া হচ্ছে তার প্রশিক্ষণ শুরু হয়ে যাচ্ছে স্কুল পর্যায়তেই। নারায়ণগড়ের ভদ্রকালী গান্ধি বিদ্যাপীঠের কন্যাশ্রী ক্লাবের ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হল। সবচেয়ে আশ্চর্য হতে হয় এই শিবিরের প্রশিক্ষককে নিয়ে। সদ্য মাধ্যমিক পরীক্ষা দেওয়া স্কুলেরই ছাত্রী রিঙ্কু খাটুয়া সেলফ ডিফেন্সের প্রশিক্ষণ দেন।
advertisement
স্কিম ফর অ্যাডোলেশন গার্লস ও কন্যাশ্রী প্রকল্পের যৌথ কর্মসূচির অঙ্গ হিসেবে এই শিবির আয়োজন করা হয়। ব্যবস্থাপনায় ছিল চাইল্ড ইন নিড ইন্সটিটিউট। অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতি ক্লাসের ১১ জনকে নিয়ে মোট ৩৩ জন ছাত্রীকে দু'দিন ধরে আত্মরক্ষার নানান কৌশল শেখানো হয়।
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
March 16, 2023 7:43 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: বিপদের মোকাবিলা করবে কী করে? স্কুলে ছাত্রীদের শেখাচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থী