TRENDING:

West Medinipur News: বিপদের মোকাবিলা করবে কী করে? স্কুলে ছাত্রীদের শেখাচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থী

Last Updated:

নারায়ণগড়ের ভদ্রকালী গান্ধি বিদ্যাপীঠের কন্যাশ্রী ক্লাবের ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হল। সবচেয়ে আশ্চর্য হতে হয় এই শিবিরের প্রশিক্ষককে নিয়ে। সদ্য মাধ্যমিক পরীক্ষা দেওয়া স্কুলের‌ই ছাত্রী রিঙ্কু খাটুয়া সেলফ ডিফেন্সের প্রশিক্ষণ দেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: লিঙ্গ সাম্য সমাজে এখনও সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। কিন্তু পরিস্থিতি যে আগের থেকে অনেকটাই ভালো হয়েছে তা বলতেই হবে। মেয়েরা পুরুষদের সঙ্গে সমানতালে কর্মক্ষেত্রে ছুটে বেড়াচ্ছে। তবে এর একটা ভয়ঙ্কর দিক‌ও উঠে আসছে। সমাজের অশুভ মানসিকতা সম্পন্ন মানুষজন এই সুযোগে রাস্তাঘাটে, ট্রেনে-বসে নানানভাবে শ্লীলতাহানি সহ আরও নানান অপকর্ম করার চেষ্টা করছে মহিলাদের সঙ্গে। এই অবস্থায় নারীদের আত্মরক্ষার উপায় জেনে রাখাটা এক প্রকার জরুরি হয়ে পড়েছে।
advertisement

আর তাই মেয়েদের সেলফ ডিফেন্সের পাঠ দেওয়া হচ্ছে তার প্রশিক্ষণ শুরু হয়ে যাচ্ছে স্কুল পর্যায়তেই। নারায়ণগড়ের ভদ্রকালী গান্ধি বিদ্যাপীঠের কন্যাশ্রী ক্লাবের ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হল। সবচেয়ে আশ্চর্য হতে হয় এই শিবিরের প্রশিক্ষককে নিয়ে। সদ্য মাধ্যমিক পরীক্ষা দেওয়া স্কুলের‌ই ছাত্রী রিঙ্কু খাটুয়া সেলফ ডিফেন্সের প্রশিক্ষণ দেন।

আরও পড়ুন: ফলকে শান্তনুর নাম ঢেকে দিল বলাগড় কলেজ, পছন্দের কর্মী নিয়োগের জন্য ধৃত নেতা চাপ দিয়েছিলেন দাবি অধ্যক্ষের

advertisement

স্কিম ফর অ্যাডোলেশন গার্লস ও কন্যাশ্রী প্রকল্পের যৌথ কর্মসূচির অঙ্গ হিসেবে এই শিবির আয়োজন করা হয়। ব্যবস্থাপনায় ছিল চাইল্ড ইন নিড ইন্সটিটিউট। অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতি ক্লাসের ১১ জনকে নিয়ে মোট ৩৩ জন ছাত্রীকে দু'দিন ধরে আত্মরক্ষার নানান কৌশল শেখানো হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: বিপদের মোকাবিলা করবে কী করে? স্কুলে ছাত্রীদের শেখাচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল