TRENDING:

Midnapore News: খড়গপুরে বাইক গ্যাং আতঙ্ক! অবশেষে ৭ দুষ্কৃতী পুলিশের ফাঁদে

Last Updated:

Midnapore News: পুলিশের একটি সূত্র জানাচ্ছে, গত কয়েকদিনে খড়্গপুর শহর ও সংলগ্ন এলাকা দাপিয়ে বেড়াচ্ছে যে বাইক গ্যাং-টি, তাতে মোট ৮ জন দুষ্কৃতী আছে। তার মধ্যে, ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#খড়গপুর:  ফের পরপর দু'দিন ২ টি ছিনতাইয়ের ঘটনা ঘটল রেলশহর খড়গপুরে (Kharagpur)। প্রথমটি ১৮ নং ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকায়, দ্বিতীয়টি হিজলি সংলগ্ন ডিভিসি এলাকায়। প্রথম ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল ৫ টা নাগাদ নিউ সেটেলমেন্ট এলাকায়।
সাত দুষ্কৃতিকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে
সাত দুষ্কৃতিকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে
advertisement

প্রতিদিনের মতো হাঁটাহাঁটি করে বাড়ি ফিরছিলেন দুই মহিলা (Kharagpur)। পেছন থেকে বাইক গ্যাং এসে এক মহিলার গলা থেকে ২ ভরি সোনার হার ছিনতাই করে পালিয়ে যায়! সেই একই কায়দায়, প্রায় একই এলাকায় একইভাবে পরপর ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী!

এই ঘটনায় খড়্গপুর টাউন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সকালে খড়্গপুর (Kharagpur) শহরের ডিভিসি মোড় এলাকায়। যদিও এই ঘটনার লিখিত অভিযোগ এখনও দায়ের হয়নি বলে পুলিশ জানিয়েছে।

advertisement

এদিকে, পরপর ছিনতাই আর দুষ্কৃতী তাণ্ডবের মধ্যেই ফের একবার বড়সড় সাফল্য পেল খড়্গপুর টাউন থানা। আজ (মঙ্গলবার) অর্থাৎ ২৩ নভেম্বর গভীর রাতে (Kharagpur) (রাত্রি দেড়টা নাগাদ), গোপন সূত্রে খবর পেয়ে, খড়্গপুর টাউন থানার পুলিশ ইন্দা বাজার এলাকা থেকে একটি ম্যাটাডোর এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র সমেত ৭ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে।

View More

খড়্গপুর (Kharagpur) টাউন থানা সূত্রে জানা গেছে, এই ৭ জনের মধ্যে ২ জন আছে বাইক গ্যাং ছিনতাইবাজ। পুলিশের একটি সূত্র জানাচ্ছে, গত কয়েকদিনে খড়্গপুর শহর ও সংলগ্ন এলাকা দাপিয়ে বেড়াচ্ছে যে বাইক গ্যাং-টি, তাতে মোট ৮ জন দুষ্কৃতী আছে। তার মধ্যে, ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার যে ৭ জনের দুষ্কৃতী দলটিকে গ্রেফতার করা হয়েছে, সেই দলেই আছে ওই দুই ছিনতাইবাজ! আরও ৬ জন ছিনতাইবাজের খোঁজে চলছে জোর তল্লাশি। এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে।

advertisement

মঙ্গলবার গ্রেফতার হওয়া দুই ছিনতাইবাজ সমেত ৭ দুষ্কৃতীই খড়্গপুর শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা (Kharagpur)। তবে, বেশিরভাগই 'কুখ্যাত' পাঁচবেড়িয়া এলাকার বাসিন্দা। ৭ জনের নাম হল যথাক্রমে- শেখ সৈয়দ ওরফে সাহাজাদা (পাঁচবেড়িয়া, বয়স ২২); আজাদ মল্লিক (গান্ধী‌নগর, বয়স ৪০); সেখ রাজু (গান্ধীনগর, বয়স ৪০); সেখ সিরাজ ওরফে ভুরু (পূর্ব আম্বা, বয়স ৩৫); সেখ হোসেন (আজাদবস্তি, বয়স ৪৩); সেখ আলমগীর ওরফে গুডরি (পাঁচবেড়িয়া, বয়স ৪৫) এবং ভবেশ পাত্র ওরফে সোনু (মালঞ্চ, বয়স ২৭)।

advertisement

দুষ্কৃতীদের কাছ থেকে একটি বন্দুক, ভোজালি এবং একাধিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে। মঙ্গলবার দুপুরে এদের আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Midnapore News: খড়গপুরে বাইক গ্যাং আতঙ্ক! অবশেষে ৭ দুষ্কৃতী পুলিশের ফাঁদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল