অবশেষে সোমবার নদী থেকে দু’জনের নিথর দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনা ঝাড়গ্রাম জেলার চোরচিতা এলাকায়। জানা গিয়েছে চোরচিতা চরেশ্বর হাই স্কুলের দুই ছাত্র, রবিবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে নদীতে স্নান করতে নেমেছিল। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজ শুরু করে। খবর দেওয়া হয় বেলিয়াবেড়া থানায়। স্থানীয়রা প্রাথমিকভাবে নদীতে তল্লাশি চালায়।
advertisement
আরও পড়ুন-‘তাঁর’ সঙ্গেই দেখা করার জন্য মুখিয়ে থাকেন মধুমিতা, রয়েছে অগাধ বিশ্বাস, কে তিনি?
আরও পড়ুন- জিতুকে জন্মদিনের শুভেচ্ছা শ্রাবন্তীর! পাল্টা ভালবাসায় ভরিয়ে কী বললেন অভিনেতা, নিমেষে ভাইরাল পোস্ট
রবিবার দিনভর খোঁজ চালিয়েও কোন হদিস মেলেনি ওই দুই স্কুল ছাত্রের। অবশেষে সোমবার সকাল থেকে তল্লাশি চালানোর পর, অবশেষে সুবর্ণরেখা নদী থেকে নিথর দেহ উদ্ধার করে পুলিশ। মৃত দুই স্কুল ছাত্রের নাম আকাশ ঘোড়াই, বয়স ১৫, প্রদীপ ঘোড়াই, বয়স ১৭। নদী থেকে অবৈধভাবে বালি তোলার ফলে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, যার ফলে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হয় দুই কিশোরের, অভিযোগ স্থানীয় মানুষজনের। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রাম জুড়ে।
Ranjan Chanda