পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ এবং পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গা বিখ্যাত ফুলের জন্য। তবে বর্তমানে ভারতের জাতীয় ফুল এবার ফোটানযাচ্ছে সামান্য গামলাতে। রোদ, জল এবং সামান্য পরিচর্যা সপ্তাহে ফুল পাওয়া যাচ্ছে পদ্ম থেকে। তবে এবার প্রায় ৭০ টি প্রজাতির পদ্মের রক্ষণাবেক্ষণ এবং টিউবার বিক্রি করছেন এক গৃহবধূ। পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা গৃহবধূ সোমা বেরা। নিজের বাড়ির ছাদে এবং সামনের বাগানে প্রায় শতাধিক পদ্মের গাছ লাগিয়েছেন।
advertisement
আরও পড়ুন : সাইকেলে যাত্রা, লক্ষ্য পরিবেশ রক্ষা, যুবকের উদ্যোগকে কুর্নিশ জানাতে হয়
চীন, ভিয়েতনাম থাইল্যান্ড সহ বিভিন্ন জায়গায় নানান প্রজাতির পদ্মের গাছ রয়েছে। কোনওটিই হয়তগাঢ় গোলাপী, কোনওটিলাল। কোনও ফুলের আবার পাঁপড়ির সংখ্যা বেশি, আবার কোনওটির ফুল খুব ছোট সাইজের। তার কাছে রয়েছে মোহং, রেড পিওনি, হলুদ পিওনি, কর্ণ, কাবেরী, গ্রিন অ্যাপেল, অ্যামিওযা, হোয়াইট মিরাকেল, বুদ্ধ সাউন্ড সহ প্রায় সত্তরেরও বেশি প্রজাতির পদ্মের গাছ
স্বাভাবিকভাবে এত ভ্যারাইটির পদ্মের চাষ করেছেন তিনি। অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে বিক্রি হচ্ছে তার এই পদ্ম। গামলাতে সামান্য সরষে খোল বা হাড়ের গুঁড়ো ,জৈব সার ও মাটি দিয়ে ফোটানো যাচ্ছে বিভিন্ন প্রজাতির এই ফুল। নিজেও সংকর প্রজাতি বিভিন্ন রঙের পদ্ম ফুল ফোটানোর চেষ্টা করছেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
স্বাভাবিকভাবে গৃহবধুর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সকলে এবং এত প্রজাতির পদ্মের গাছ স্বাভাবিকভাবে বেশ চিত্তাকর্ষক গাছ প্রেমীদের কাছে। নিয়মিত অনেকেই ভীড় জমান গৃবধুর এই অসাধ্য সাধন দেখতে।
রঞ্জন চন্দ





