TRENDING:

West Medinipur News: লাল, সবুজ গোলাপী, কী নেই তার বাগানে, এত প্রজাতির জাতীয় ফুলের চাষ গৃহবধুর

Last Updated:

প্রায় ৭০ টি প্রজাতির পদ্মের রক্ষণাবেক্ষণ এবং টিউবার বিক্রি করছেন এক গৃহবধূ। পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা গৃহবধূ সোমা বেরা। নিজের বাড়ির ছাদে এবং সামনের বাগানে প্রায় শতাধিক পদ্মের গাছ লাগিয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর : গোলাপী কিংবা সাদা পদ্ম ফুল আমরা সকলেই দেখে থাকি। বড় বড় পুকুরে পাঁকে ফোটে পদ্ম। তবে বর্তমানে পাঁকের প্রয়োজন হয় না পদ্মফুল ফোটাতে গেলে। সামান্য গামলা কিংবা কাপেতেই এবার হবে পদ্মফুল। শুধু তাই নয়, ছোট থেকে বিশাল বড় সাইজ এমনকি লাল, সবুজ, হালকা গোলাপী কিংবা গোলাপীর সঙ্গে সাদা রঙের পদ্ম ফুল পাওয়া যাচ্ছে এখানে। পরিবার সামলে বিভিন্ন প্রজাতির দেশীয় এবং বিদেশী পদ্মের চাষ শুরু করেছেন এক গৃহবধূ।
advertisement

পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ এবং পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গা বিখ্যাত ফুলের জন্য। তবে বর্তমানে ভারতের জাতীয় ফুল এবার ফোটানযাচ্ছে সামান্য গামলাতে। রোদ, জল এবং সামান্য পরিচর্যা সপ্তাহে ফুল পাওয়া যাচ্ছে পদ্ম থেকে। তবে এবার প্রায় ৭০ টি প্রজাতির পদ্মের রক্ষণাবেক্ষণ এবং টিউবার বিক্রি করছেন এক গৃহবধূ। পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা গৃহবধূ সোমা বেরা। নিজের বাড়ির ছাদে এবং সামনের বাগানে প্রায় শতাধিক পদ্মের গাছ লাগিয়েছেন।

advertisement

আরও পড়ুন : সাইকেলে যাত্রা, লক্ষ্য পরিবেশ রক্ষা, যুবকের উদ্যোগকে কুর্নিশ জানাতে হয়

চীন, ভিয়েতনাম থাইল্যান্ড সহ বিভিন্ন জায়গায় নানান প্রজাতির পদ্মের গাছ রয়েছে। কোনওটিই হয়তগাঢ় গোলাপী, কোনওটিলাল। কোনও ফুলের আবার পাঁপড়ির সংখ্যা বেশি, আবার কোনওটির ফুল খুব ছোট সাইজের। তার কাছে রয়েছে মোহং, রেড পিওনি, হলুদ ‌পিওনি, কর্ণ, কাবেরী, গ্রিন অ্যাপেল, অ্যামিওযা, হোয়াইট মিরাকেল, বুদ্ধ সাউন্ড সহ প্রায় সত্তরেরও বেশি প্রজাতির পদ্মের গাছ

advertisement

View More

স্বাভাবিকভাবে এত ভ্যারাইটির পদ্মের চাষ করেছেন তিনি। অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে বিক্রি হচ্ছে তার এই পদ্ম। গামলাতে সামান্য সরষে খোল বা হাড়ের গুঁড়ো ,জৈব সার ও মাটি দিয়ে ফোটানো যাচ্ছে বিভিন্ন প্রজাতির এই ফুল। নিজেও সংকর প্রজাতি বিভিন্ন রঙের পদ্ম ফুল ফোটানোর চেষ্টা করছেন।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

স্বাভাবিকভাবে গৃহবধুর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সকলে এবং এত প্রজাতির পদ্মের গাছ স্বাভাবিকভাবে বেশ চিত্তাকর্ষক গাছ প্রেমীদের কাছে। নিয়মিত অনেকেই ভীড় জমান গৃবধুর এই অসাধ্য সাধন দেখতে।

সেরা ভিডিও

আরও দেখুন
এবার প্লাস্টিকের যুগ শেষ, বাজার কাঁপাচ্ছে মাটির বাসনপত্র! জেনে নিন দাম
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: লাল, সবুজ গোলাপী, কী নেই তার বাগানে, এত প্রজাতির জাতীয় ফুলের চাষ গৃহবধুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল