মেদিনীপুর শহর সংলগ্ন কংসাবতী নদীর পাড়ে গান্ধিঘাট এলাকায় বছরখানেক আগে থেকেই সৌন্দর্যায়নের কাজ চলছে। I Love Midnapore ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের। সকাল হোক কিংবা সন্ধ্যায় কাজের পর নিজেদের বিনোদন এবং কিছুটা সময় কাটানোর জন্য নদীর ধারে এসে বসেন সাধারণ মানুষ। ছবিও তোলেন, কিছুটা সময় কাটিয়ে আবার ফিরে যান বাড়িতে।
advertisement
বিপ্লবের মাটিতে শহরের নদী তীরবর্তী এই গান্ধি ঘাটকে ছোট্ট পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি করেছে প্রশাসন। তবে এ বার বাড়তি পাওনা জেলাবাসীর। দুর্গাপুজোর আগেই বিনোদনের জন্য আরও পদক্ষেপ প্রশাসনের। ইতিমধ্যে মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া পর্যটন দফতরের সঙ্গে আলোচনা করেছেন। ইতিবাচক সাড়া মিলেছে বলে প্রশাসন সূত্রে।
আরও পড়ুনঃ নির্বাচনের মাস পেরিয়েছে, পুকুর থেকে ফের উদ্ধার ভোটার কার্ডের বান্ডিল, তোলপাড়
নদীর পাড় বরাবর এক কিলোমিটারের বেশি হাঁটার জন্য উপযুক্ত ফুটপাত তৈরি করা হবে। নদীবক্ষে লঞ্চে থাকা এই রেস্টুরেন্ট ঘোরাফেরা করবে।স্বাভাবিকভাবে পর্যটনে নতুন দিশা দেখাচ্ছে মেদিনীপুর জেলা প্রশাসন।
Ranjan Chanda