আরও পড়ুন: ভোরবেলায় দাউ দাউ করে জ্বলে উঠল পিচবোর্ডের গোডাউন, আতঙ্ক ডানকুনিতে
পুজোর আয়োজন থেকে প্রতিমা নিরঞ্জন সংসার সামলে পশ্চিম মেদিনীপুরের এই পুজো কমিটির মহিলারাই সব কিছু করেন। নিজেদের জমানো অর্থ, সাধারণ মানুষের সাহায্য নিয়ে প্রতিবছর নিষ্ঠাভরে দেবী মহামায়ার আরাধনায় মেতে ওঠেন তাঁরা। অর্থ সংগ্রহ থেকে পুজোর বাজার করা, অনুষ্ঠানের আয়োজন সবই করেন মহিলারা। এই পুজো কমিটির সদস্য প্রতিভা জানা, নিবেদিতা জানা, রিতা দাস-রা বলেন, এই দুর্গাপুজোর সমস্ত কিছু ঠিক করা থেকে কাজ করা সব আমরা মেয়েরাই করি। ঘরের কাজ সামলেই এলাকাবাসীকে আনন্দ দেওয়ার আয়োজন করা হয়।
advertisement
সাধারণত দুর্গাপুজোর সময় দেখা যায়, সংসার সামলানোর পর বাড়ির মহিলারা পুজোর সময় বাইরে ঘুরতে বের হন। তাঁরা বিশেষ একটা পুজো আয়োজনের ঝুট ঝামেলার মধ্যে ঢোকেন না। কিন্তু বেলদার এই পুজো কমিটির কাজকর্ম সবটাই অন্যরকম। তাঁরা দায়িত্ব নিয়ে পুজো আয়োজন করে আনন্দ পান। সংসারের নিত্য দিনের কাজের পাশাপাশি পুজোর সময় মণ্ডপে হাজির হয়ে সকলের সঙ্গে আনন্দে মেতে ওঠেন।
রঞ্জন চন্দ