TRENDING:

CPIM: ৫০ বছর ধরে এখানে শুধু CPIM জেতে! কারণ অবাক করবে! সবুজ ঝড়েও লালের জয়!

Last Updated:

CPIM: পঞ্চায়েত নির্বাচনের শুরু থেকে এ যাবত কাল পর্যন্ত শুধু সিপিআইএম-ই জেতে এখানে! জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেশিয়াড়ি: এখানে হার শব্দটি যেন সিপিআইএমের কাছে হেরে গেছে। কেন না দীর্ঘ ৫০ বছর একটানা এখানে জিতে আসছে সিপিআইএম। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনেও জয় সুনিশ্চিত করেছে সিপিআইএম। কেশিয়াড়ির হাতিগেড়িয়া এলাকা যেন সিপিআইএমের লালে রাঙা।সিপিআইএম সূত্রে খবর, ১৯৭৮ সাল থেকে এ যাবৎ হারতে হয়নি একজনও বাম প্রার্থীকে। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকের খাজরা পঞ্চায়েতের হাতিগাড়িয়া কুড়ি নম্বর বুথে জয়ের ধারা অক্ষুন্ন রেখেছে সিপিআইএম।
advertisement

এবারও হাতিগেড়িয়া বুথে প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিজেপি সিপিআইএম ও তৃণমূল। সেক্ষেত্রে মানুষের ব্যালটের রায়ে সংখ্যাগরিষ্ঠতাতে জয় পেয়েছে সিপিআইএম মনোনীত প্রার্থী। জানা গেছে, ১৯৭৮ সাল থেকে পশ্চিমবঙ্গে নির্বাচনের শুরু থেকেই ২০১৮ পর্যন্ত সিপিআইএমের দখলে ছিল খাজরা গ্রাম পঞ্চায়েত। পাশাপাশি এই গ্রাম পঞ্চায়েতের অধীন হাতিগেড়িয়া কুড়ি নম্বর বুথও দখলে রয়েছেসিপিআইএমের।সিপিআইএমের আত্মবিশ্বাস আগামীতেও মানুষের আশীর্বাদ নিয়ে তারা নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে পারবেন।

advertisement

আরও পড়ুন: বিরাট কোহলির যমজ ভাই আছে জানতেন? খেলার মাঠে যা ঘটল! সত্যি জানলে অবাক হবেন!

আরও পড়ুন:

View More

সিপিআইএম সূত্রে খবর, প্রথম থেকেই সাধারণ মানুষের জন্য নানা উন্নয়নমূলক কাজ করে আসছে দলটি। কখনও গরিব মানুষদের চাষের জমি পাইয়ে দেওয়া আবার কখনও রাস্তাঘাটের উন্নয়ন-সহ একাধিক মানুষের সেবায় কাজ করেন দলের নির্বাচিত সদস্য। তাই মানুষ প্রতিবারে নির্বাচনে জয় যুক্ত করেন সিপিআইএম মনোনীত প্রার্থীকেই। সেই জোরেই এবারেও জয় এসেছে। সবমিলিয়ে একটানা মোট ৫০ বছর জিতে আসা কম কথা নয়। তৃণমূলের সবুজের ভরা বাজারেও এখানে লাল রঙ টিকে আছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
CPIM: ৫০ বছর ধরে এখানে শুধু CPIM জেতে! কারণ অবাক করবে! সবুজ ঝড়েও লালের জয়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল