এবারও হাতিগেড়িয়া বুথে প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিজেপি সিপিআইএম ও তৃণমূল। সেক্ষেত্রে মানুষের ব্যালটের রায়ে সংখ্যাগরিষ্ঠতাতে জয় পেয়েছে সিপিআইএম মনোনীত প্রার্থী। জানা গেছে, ১৯৭৮ সাল থেকে পশ্চিমবঙ্গে নির্বাচনের শুরু থেকেই ২০১৮ পর্যন্ত সিপিআইএমের দখলে ছিল খাজরা গ্রাম পঞ্চায়েত। পাশাপাশি এই গ্রাম পঞ্চায়েতের অধীন হাতিগেড়িয়া কুড়ি নম্বর বুথও দখলে রয়েছেসিপিআইএমের।সিপিআইএমের আত্মবিশ্বাস আগামীতেও মানুষের আশীর্বাদ নিয়ে তারা নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে পারবেন।
advertisement
আরও পড়ুন: বিরাট কোহলির যমজ ভাই আছে জানতেন? খেলার মাঠে যা ঘটল! সত্যি জানলে অবাক হবেন!
আরও পড়ুন:
সিপিআইএম সূত্রে খবর, প্রথম থেকেই সাধারণ মানুষের জন্য নানা উন্নয়নমূলক কাজ করে আসছে দলটি। কখনও গরিব মানুষদের চাষের জমি পাইয়ে দেওয়া আবার কখনও রাস্তাঘাটের উন্নয়ন-সহ একাধিক মানুষের সেবায় কাজ করেন দলের নির্বাচিত সদস্য। তাই মানুষ প্রতিবারে নির্বাচনে জয় যুক্ত করেন সিপিআইএম মনোনীত প্রার্থীকেই। সেই জোরেই এবারেও জয় এসেছে। সবমিলিয়ে একটানা মোট ৫০ বছর জিতে আসা কম কথা নয়। তৃণমূলের সবুজের ভরা বাজারেও এখানে লাল রঙ টিকে আছে।
Ranjan Chanda