এই স্কুল বন্ধের ফলে অন্যান্য ব্যবসার পাশাপাশি ক্ষতির মুখে পড়েছেন জেলার মৃৎশিল্পীরা। সরস্বতী পূজায় প্রতিমা, মন্ডপসজ্জা করা হয়, পাশাপাশি থিমের ঠাকুর তৈরি করে বিভিন্ন পুজো কমিটি, ক্লাব সমেত বিভিন্ন প্রতিষ্ঠান, পাশাপাশি স্কুল কলেজ ছাত্রছাত্রী মেতে ওঠে বাণী বন্দনার উৎসাহ উদ্দীপনায়। আর তাতেই মৃৎশিল্পীরা কিছুটা হলেও লাভের মুখ দেখেন। তারা সারা বছর অপেক্ষা করেন এই দিনগুলির জন্য, কিন্তু ক্রমাগত সংক্রমণ বাড়তে থাকায়, স্কুল কলেজ ফের বন্ধ। তাই বাণী বন্দনায় ঘটেছে ব্যাঘাত (West Medinipur Covid Update)। নমো নমো করে পুজো করতে চলেছে স্কুল গুলো, আর তাতেই চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের কপালে। কারণ অন্যান্য বছরের মতো এবার এখনও পর্যন্ত সেই ভাবে বায়না পড়েনি। অন্যান্য বছর যেখানে ১২০/১৩০ টি প্রতিমা তৈরির বায়না পড়তো, সেখানে এবার ৩০ টি বায়না পড়েছে।
advertisement
অন্যদিকে স্কুল গুলিতেও মন খারাপের পরিবেশ (West Medinipur Covid Update)। কারণ পুজো তো করতেই হবে, কিন্তু অনাড়ম্বর ভাবেই, ছাত্রছাত্রীদের উদ্দীপনা ছাড়াই। তবে সরস্বতী পুজোর আগে স্কুল কলেজ খোলার নির্দেশিকা চলে আসবে স্কুল গুলির কাছে, বলে আশাবাদী মেদিনীপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দোপাধ্যায়।
Partha Mukherjee