ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বাখরাবাদ এলাকার। জানা গিয়েছে, এদিন সকাল থেকে বাখরাবাদ বাস স্ট্যান্ড এলাকায় জাতীয় সড়কের উপরে ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছিলেন দেবাশিস ধল নামে বেলদা থানার এক সিভিক ভলেন্টিয়ার। এই দাবদাহে ডিউটি করতে গিয়ে অসুস্থ হয়ে বেলদা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক।
আরও পড়ুন: কবে ঘনাবে আকাশ, তাপপ্রবাহের সর্তকতার মধ্যেই অরেঞ্জ অ্যালার্ট, কোথায় কী হবে
advertisement
আরও পড়ুন: হলদিয়ায় ‘টর্নেডো’? রাস্তায় কুণ্ডলী পাকানো ধুলোর ঝড়ে আতঙ্ক শিল্প শহরে!
প্রসঙ্গত বসন্তের শেষ সময় থেকে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রা। শনিবারের পর রবিবার পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে প্রবল রোদকে মাথায় নিয়ে নিজেদের দায়িত্বে অবিচল সিভিক ভলেন্টিয়ারা। রাস্তায় মোড়ে মোড়ে তাঁরা ট্রাফিক কন্ট্রোলে ব্যস্ত।
ডিউটি চলাকালীনই অসুস্থ হয়ে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি সিভিক ভলেন্টিয়ার। প্রচণ্ড গরমে অসুস্থ বোধ করেন বলে হাসপাতাল সূত্রে খবর। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
Ranjan Chanda