অভিযোগ, সোমবার বাড়ি থেকে কিছুটা দূরে রাজমিস্ত্রির কাজ করছিলেন মৃতার স্বামী শ্রীমন্ত মাইতি। দুপুরে বাড়ি ফিরে দেখতে পান তাঁর স্ত্রী মৌসুমী গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। শ্রীমন্ত'র চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পিংলা থানায় (West Medinipur News)। পরে পিংলা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় এবং তা ময়নাতদন্তের জন্য পাঠায়।
advertisement
অপরদিকে, মৃতার স্বামীর অভিযোগের ভিত্তিতে তাঁর ভাই নীলাদ্রি অর্থাৎ গৃহবধুর দেওরকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রীমন্ত'র অভিযোগ, তাঁর স্ত্রী-কে নিয়ে পালাতে চেয়েছিল ভাই, কিন্তু রাজি না হওয়ায়, তাঁকে খুন করা হয়েছে। অন্যদিকে, গ্রামবাসীরাও জানিয়েছেন, ওই গৃহবধূর সঙ্গে তাঁর দেওরের ৪-৫ বছর ধরে সম্পর্ক ছিল। কোনো কারণে ভুল বোঝাবুঝি বা অশান্তি হওয়ায় যুবক খুন করেছে তার বৌদিকে। গ্রামবাসীদের চাপে নাকি তা স্বীকারও করেছেন নীলাদ্রি। জানা গিয়েছে, নিজের ৫ বছরের সন্তানকে নিয়ে মৌসুমী পালাতে রাজি হননি বলেই, তাঁকে খুন করেছে নীলাদ্রি (West Medinipur News)। ইতিমধ্যে ধৃতকে মেদিনীপুর আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের (পুলিশ রিমান্ডের) নির্দেশ দেয় আদালত। বুধবার ওই ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি আরও পরিষ্কার হবে বলে পুলিশ জানিয়েছে।
Partha Mukherjee