দুয়ারে সরকারে এমন অভিনব উদ্যোগ ব্লক প্রশাসনের। সাধারণ মানুষের নানা সমস্যা সমাধানে এবার অভিনব উদ্যোগ গ্রহণ করল নারায়ণগড় ব্লক প্রশাসন। সরকারি ক্যাম্পে বসলো এই অভিযোগ বাক্স। শুক্রবার নারায়ণগড় ব্লকের নারায়ণগড় R.R.C.L.U.S নিকেতনে আয়োজিত এই দুয়ারে সরকার ক্যাম্পেও বসানো হলো এই অভিযোগ বাক্স।
আরও পড়ুন: পুরুলিয়া জেলা স্বাস্থ্য বিভাগের একাধিক শূন্য পদে নিয়োগ! দেখে নিন শেষ সময় সীমা
advertisement
নারায়নগড় স্কুলে হওয়া ক্যাম্প ঘুরে দেখেন নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সভাপতি ঊষা ঘোড়াই, সহ-সভাপতি মিহির চন্দ, নারায়ণগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান ফাল্গুনী ভক্তা সহ অন্যরা।
প্রশাসন সূত্রে খবর, সাধারণ মানুষের যদি কোন সমস্যা থাকে লিখিত আকারে ওই অভিযোগ বাক্সে জমা করলে তা সমাধানের চেষ্টা করবে প্রশাসন।এই অভিযোগ বাক্সে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে বলে ব্লক প্রশাসন সূত্রে খবর।প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
রঞ্জন চন্দ