TRENDING:

Bayron Biswas | Abhishek Banerjee | Sagardighi: ‘আমার জয়ে কংগ্রেসের কোনও অবদান ছিল না’, হাত ছেড়ে তৃণমূলে এসেই বড় দাবি করলেন বায়রন বিশ্বাস

Last Updated:

তবে দল বদলেই কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন বায়রন৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে বায়রন দাবি করলেন, তাঁর জয়ে নাকি কংগ্রেসের কোনও হাতই ছিল না৷ তিনি বরাবরই তৃণমূলের লোক ছিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: খুব বেশি নয়৷ মাত্র তিন মাস৷ এর মধ্যেই দলবদল৷ একুশের পরে তেইশে এসে রাজ্য বিধানসভায় শূন্য থেকে ১ হয়েছিল৷ এবার, আবারও ১ থেকে সেই শূন্যতেই ফিরে গেলে অধীর চৌধুরীর প্রদেশ কংগ্রেস৷ হাত শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস৷
advertisement

আর দল বদলেই কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন বায়রন৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে বায়রন দাবি করলেন, তাঁর জয়ে নাকি কংগ্রেসের কোনও ভূমিকাই ছিল না৷ তিনি বরাবরই তৃণমূলের লোক ছিলেন৷

আরও পড়ুন: কংগ্রেসের বড় ধাক্কা! অভিষেকের হাত ধরে তৃণমূলে এলেন বায়রন বিশ্বাস

এদিন বায়রন বলেন, ‘‘আমি যে জয়ী হয়েছি, এর পিছনে কংগ্রেসের কোনও অবদান ছিল না৷ আমরা বরাবরই টিএমসি করে আসছি৷ টিএমসি থেকে আমি টিকিট নেওয়ার চেষ্টা করেছিলাম৷ টিকিট পেয়ে উঠিনি বলে আমায় টিকিট কংগ্রেসের থেকে নিতে হয়েছিল৷ কিন্তু, এতে কংগ্রেসের কোনও অবদান নেই৷’’

advertisement

এখানেই থেমে থাকেননি বায়রন৷ তিনি বলেন, ‘‘যদি অবদান থাকত, তাহলে ২০২১ সালে একটা সিটও কেন কংগ্রেস জিততে পারেনি৷ আমি যদি বিশ্বাসঘাতকতা করে থাকি, তাহলে আগামিদিনে জয়ী হতে পারব কি না, তা  জনগণ বিচার করবে৷ আমার দৃঢ় বিশ্বাস, আজ তৃণমূলে জয়েন করার পরে আমি আরও বিপুল ভোটে জয়ী হব৷’’

বায়রনের দাবি, কংগ্রেসে থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই করা যাচ্ছিল না৷ তাঁর মতে, বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য তৃণমূল ছাড়া অন্য কোনও ‘প্ল্যাটফর্ম’ তিনি খুঁজে পাননি৷ তাঁর কথায়, ‘‘কংগ্রেসে থেকে কাজ করা যাচ্ছিল না এটা বাস্তব পরিস্থিতি। তৃণমূল কংগ্রেস ছাড়া আর মঞ্চ ছিল না।

advertisement

অধীর চৌধুরী বিজেপির বিরুদ্ধে কথা বলছে না। লড়াই করছে না৷ কোনও মন্তব্য করেন না।’’

বায়রনের তৃণমূলে যোগ প্রসঙ্গে অভিষেক জানান, শুধুমাত্র সোমবারের পশ্চিম মেদিনীপুরের ঘাটালের সভাই নয়, এর আগেও তাঁর একাধিক সভায় এসেছেন বায়রন৷ তাঁর সঙ্গে একাধিক বার যোগাযোগ করেছেন৷ তবে মাঝখানে শরীর স্বাস্থ্যে কিছু সমস্যা থাকায় তৃণমূলে যোগ দেওয়া হয়ে ওঠেনি৷

advertisement

অভিষেক বলেন, ‘‘ভোটের আগে উনি একাধিকবার আমাদের সাথে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন৷ সেটা হয়নি৷ ওনার পরিবার তৃণমূল কংগ্রেস পরিবার৷ জেতার আগেই মনঃস্থির করেছিলেন যোগ দেবেন তৃণমূলে। একাধিক ক্যাম্পে আসতে চেয়েছিল। গতরাতে ফোন করে ও, আমি বলি আজ চলে আসো৷’’

সেরা ভিডিও

আরও দেখুন
বসে না থেকে মাত্র ৮০০ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে রোজগার হবে মোটা টাকা! 
আরও দেখুন

গত ২৭ ফেব্রুয়ারি ভোট হয়েছিল সাগরদিঘি আসনে। ২রা মার্চ হয় ফলাফল ঘোষণা৷ জয়ী হন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস৷ তার পর থেকেই অবশ্য জল্পনা ছিল তৃণমূলে যোগ দিতে চলেছেন বায়রন৷ কংগ্রেস সূত্রের দাবি, তাঁকে নাকি ভয়ও দেখানো হচ্ছিল৷ সব জল্পনায় ইতি টেনে সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পশ্চিম মেদিনীপুরের ঘাটালের নবজোয়ার যাত্রার সভামঞ্চে অভিষেকের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিলেন বঙ্গের একমাত্র কংগ্রেস বিধায়ক বায়রন৷

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Bayron Biswas | Abhishek Banerjee | Sagardighi: ‘আমার জয়ে কংগ্রেসের কোনও অবদান ছিল না’, হাত ছেড়ে তৃণমূলে এসেই বড় দাবি করলেন বায়রন বিশ্বাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল