TRENDING:

Chandrakona: চলন্ত বাইক থেকে পড়ে লরির চাকায় পিষে গেল মহিলার মাথা, অথচ কোলে থাকা সন্তান অক্ষত! বুক ফাটা দৃশ্য চন্দ্রকোনায়

Last Updated:

Chandrakona Accident: চলন্ত বাইক থেকে পড়ে মহিলার মৃত্যু হলেও তার কোলের তিন বছরের শিশুটি অক্ষত। সোমবার চন্দ্রকোনায় মর্মান্তিক দুর্ঘটনায় এক মায়ের আত্মত্যাগে শোকস্তব্ধ এলাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: মৃত্যুর পরও কোল থেকে ছাড়েননি সন্তানকে। চন্দ্রকোণায় মর্মান্তিক দুর্ঘটনায় এক মায়ের আত্মত্যাগে শোকস্তব্ধ এলাকা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা থানার মাণিককুণ্ড গ্রামে ঘটল এক হৃদয়বিদারক ঘটনা। মৃত্যুর পরও কোল থেকে সন্তানকে ছাড়েননি এক মা। সোমবার ঘটে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

জানা গিয়েছে, মৃতার নাম পিউ মালস (২৪)। স্বামী স্নেহাশিস মালস স্থানীয় থানার সিভিক ভলান্টিয়ার পদে কর্মরত। এদিন তিনি স্ত্রী ও তিন বছরের সন্তানকে নিয়ে বাইকে করে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। মাঝপথে ঘটল বিপত্তি। রাস্তায় গ্যাস সিলিন্ডার বোঝাই একটি লরি পাশ কাটিয়ে যাওয়ার সময় হঠাৎই পিউ দেবীর শাড়ি লরির হুকে আটকে যায়। মুহূর্তের মধ্যেই তিনি বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। আর সেই সময় লরির চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। কিন্তু আশ্চর্যের বিষয়, মায়ের কোলের তিন বছরের শিশুটি অক্ষত অবস্থায় ছিল।

advertisement

আরও পড়ুনঃ দিল্লিতে বিস্ফোরণের পর অসম সীমানায় কড়া চেকিং, নাশকতার ছক এড়াতে প্রস্তুত আলিপুরদুয়ার পুলিশ! প্রতিটি গাড়ি থামিয়ে তল্লাশি

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরও মায়ের নিথর দেহের কোলেই বসে ছিল শিশুটি। মুখে বিভ্রান্তি, চোখে ভয়। সেই দৃশ্য দেখে উপস্থিত সকলের চোখে জল এসে যায়। দেখে মনে হচ্ছিল, মৃত্যুর পরও যেন নিজের সন্তানের সুরক্ষা দিতে শেষ মুহূর্ত পর্যন্ত তাকে শক্ত করে জড়িয়ে রেখেছেন মা। স্থানীয়রা বলেন, “এ যেন মায়ের ভালবাসার প্রকৃত প্রতিচ্ছবি। নিজের জীবন দিয়ে সন্তানের জীবন রক্ষা।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
দিল্লি বিস্ফোরণের পরই তৎপর পুলিশ-প্রশাসন, বসিরহাটের সীমান্তজুড়ে রাতভর কড়া তল্লাশি অভিযান
আরও দেখুন

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে, স্বামী স্নেহাশিস মালস শারীরিকভাবে অক্ষত রয়েছেন বলে জানা গিয়েছে, যদিও মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। চন্দ্রকোণার মানুষ এই দৃশ্য দেখে এখনও শোকে স্তব্ধ। এলাকাজুড়ে একটাই আলোচনা – “মৃত্যুর পরও মা সন্তানকে ছাড়েননি।”

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chandrakona: চলন্ত বাইক থেকে পড়ে লরির চাকায় পিষে গেল মহিলার মাথা, অথচ কোলে থাকা সন্তান অক্ষত! বুক ফাটা দৃশ্য চন্দ্রকোনায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল