TRENDING:

Dacres Lane at Jangalmahal: প্রত্যন্ত জঙ্গলমহলে এক টুকরো ডেকার্স লেন, ঢুঁ মারবেন নাকি?

Last Updated:

Dacres Lane at Jangalmahal: বেশ কয়েকশো কিলোমিটার গিয়ে ডেকার্স লেনে ভিড় ঠেলে খাবার প্রয়োজন নেই। এক টুকরো ডেকার্স লেনের স্বাদ পাবেন জঙ্গলমহলে। সারি দিয়ে বেশ কয়েকটি দোকান, সকাল হোক কিংবা সন্ধ্যা মুখরোচক খাবার একদম হাতে গরম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেদিনীপুর, রঞ্জন চন্দ: সকালে ব্রেকফাস্টে পেটাই পরোটা থেকে ইডলি-ধোসা কিংবা সন্ধ্যার মুখরোচক স্ন্যাকসে চিকেন পকোড়া, চিলি চিকেন-ফ্রাইড রাইসের মতো কম্বো, বিভিন্ন ভ্যারাইটির মোমো কী না পাওয়া যায় এখানে! বেশ কয়েকশো কিলোমিটার গিয়ে ডেকার্স লেনে ভিড় ঠেলে খাবার প্রয়োজন নেই। এক টুকরো ডেকার্স লেনের স্বাদ পাবেন জঙ্গলমহলে। সারি দিয়ে বেশ কয়েকটি দোকান, সকাল হোক কিংবা সন্ধ্যা মুখরোচক খাবার একদম হাতে গরম। এবার তাই খাবারের স্বাদ নিতে চলে আসুন জঙ্গলমহল মেদিনীপুরের এক টুকরো ডেকার্স লেনে। সঙ্গে পেট পুজো একদম কম দামে। কম্বো থেকে বিভিন্ন ভ্যারাইটির খাবার একদম পকেট ফ্রেন্ডলি। তাই আপনার নেক্সট ডেস্টিনেশন হোক এই জায়গা।
মেদিনীপুরে ফুড কোর্ট
মেদিনীপুরে ফুড কোর্ট
advertisement

আরও পড়ুনঃ SIR নিয়ে নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্ত, জেলবন্দি ও যৌনকর্মীদের জন্য আলাদা ব্যবস্থা

এবার অলিতেগলিতে খাবার খুঁজে পেটপুজোর দরকার নেই। একটানা বেশ কয়েকটি খাবারের দোকান আপনার মন ভরিয়ে দেবে। মেদিনীপুর শহরের অলিন্দে রয়েছে এই ফুড কোর্ট। মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট মাঠ সংলগ্ন একটা গলি যেন এক খাবারের খনি। প্রতিটি দোকানে হাতা খুন্তির আওয়াজ। কেউ না কেউ কিছু না কিছু বানিয়ে চলেছে। আর মন ভরে খাচ্ছেন গ্রাহকেরা। মেদিনীপুর শহরের বুকে প্রশাসনিক উদ্যোগে তৈরি করা হয়েছে এই ফুড কোর্ট। যা খাদ্য রসিক বাঙালিদের কাছে সন্ধ্যা কিংবা সকালের প্রিয় ডেস্টিনেশন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অসম্ভব নিয়ন্ত্রণ! মুগ্ধ করা জাগলিং, এবার বাঁকুড়া কাপালেন জাগলার বিপাশা বৈষ্ণব
আরও দেখুন

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবারের খোঁজে বহু মানুষ আসেন এখানে। সকালের ব্রেকফাস্ট এর মধ্যে একদিকে যেমন রয়েছে পেটাই পরোটা, ব্রেড ইডলি ধোসার মত সাউথ ইন্ডিয়ান খাবার। আবার সন্ধ্যা হলেই রয়েছে একাধিক স্ন্যাকস আইটেম। যার মধ্যে রয়েছে স্টুডেন্ট ফ্রেন্ডলি একাধিক কম্বো অফার। ফুচকা, পাপড়ি চাট, মোমো, কোল্ড কফি থেকে রাজস্থানী কুলফি, চিকেনের একাধিক আইটেম, বিরিয়ানি থেকে ফ্রাইড রাইস সবই পাওয়া যায় এখানে। এছাড়াও রয়েছে একাধিক মনোহারী দোকান। তাই সন্ধ্যা নামলেই বেশি ভিড় জমে এই গলিতে। চেটেপুটে খাবারের স্বাদ নেন প্রত্যেকে। তাই আপনিও যদি খাদ্যরসিক হন, তবে ঘুরে দেখুন মেদিনীপুর শহরে অবস্থিত এই ডেকার্স লেন। খাবারের গন্ধে মম করে এলাকা। দারুণ দারুণ টেস্ট মন ভরিয়ে দেবে আপনার।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dacres Lane at Jangalmahal: প্রত্যন্ত জঙ্গলমহলে এক টুকরো ডেকার্স লেন, ঢুঁ মারবেন নাকি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল