TRENDING:

দিন্দার ইনসুইংয়েও গুছিয়ে ব্যাট করলেন মন্ত্রী অরূপ

Last Updated:

লোডশেডিং জোড়াল অভিযোগ করে বসেন ময়নার বিজেপি বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। তিনি জানান, তাঁর কেন্দ্রে এখনও দিনে ৪ ঘণ্টা করে লোডশেডিং হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অশোক দিন্দার বিষাক্ত ইনসুইং-এ ব্যাট চালিয়ে খেললেন অরূপ বিশ্বাস। বিধানসভায় বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তরে বুদ্ধিদীপ্ত উত্তর দিলেন মন্ত্রী।
advertisement

বিধানসভার অধিবেশন চলাকালীন রাজ্যের বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত কোনও এক প্রশ্ন উত্তর দিতে গিয়ে অরূপ বিশ্বাস দাবি করেছিলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর থেকে লোড শেডিং কি, তা ভুলেই গিয়েছেন পশ্চিমবঙ্গবাসী। এ নিয়ে বিজেপি বিধায়কদের কটাক্ষও করেন মন্ত্রী। বলেন, "আপনারা তো সিপিআইএম-এর সঙ্গে মিলেমিশে গেছেন।"

আরও পড়ুন:ঘর খুলতেই মেঝেতে মেয়ের দেহ, বিছানায় জামাইয়ের! পাশে পড়ে পোড়া কাঠকয়লা, কিন্তু কেন?

advertisement

এরপরেই লোডশেডিং জোড়াল অভিযোগ করে বসেন ময়নার বিজেপি বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। তিনি জানান, তাঁর কেন্দ্রে এখনও দিনে ৪ ঘণ্টা করে লোডশেডিং হয়। শহরে লোডশেডিং হয় না বটে কিন্তু, গ্রামের মানুষ এখনও লোডশেডিংয়ের জন্য কষ্ট পান।

আরও পড়ুন: 'চাটাই' অস্ত্রেই বাজিমাত করতে চায় তৃণমূল, নন্দীগ্রামের জন্য 'সুপারহিট' পরিকল্পনা

advertisement

অশোকের এই গুগলি পেয়ে কিন্তু বিন্দুমাত্র ঘাবড়ে যাননি অরূপ। উল্টে বিজেপি বিধায়কের উপরেই দায়িত্ব দিয়ে দেন তিনি। বলেন, "এলাকায় যে ৪ ঘণ্টা লোডশেডিং হয় আপনি জানলেন কি করে? আপনি কি ওখানে থাকেন?" উত্তরে বিজেপির বিধায়ক বলেন, "খোঁজ নিয়ে দেখুন।" বিজেপি বিধায়কের এমন মন্তব্যের পরেই বিধানসভা কক্ষে হইচই শুরু হয়ে যায়। অরূপ বিশ্বাস বলেন, "ওখানে লোডশেডিং হলে আপনি আমাকে ফোন করবেন। আমি ঠিক পৌঁছে যাব। একসঙ্গে দেখব।"

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
দিন্দার ইনসুইংয়েও গুছিয়ে ব্যাট করলেন মন্ত্রী অরূপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল