প্রশাসন জানাচ্ছে, দোকানিদের বিশেষ করে সচেতন করতেই এই শিবির। তাঁদের ডেঙ্গি সম্পর্কে সচেতন করতে বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে খবর, রানীসরাই পঞ্চায়েতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছিল। বর্তমানে সংখ্যাটা কমলেও উদ্বেগ কমেনি। জল যাতে না জমে, সেই বিষয়ে সচেতন করতে ডাব, চা ও আখ দোকানিদের পরামর্শ দেওয়া হয়েছে। ডাবের খোল, চায়ের কাপে যাতে জল না জমে তা দেখতে হবে।
advertisement
আরও পড়ুন: নির্জনতা পছন্দ? পুজোর ছুটিতে ঘুরে আসুন হেনরি আইল্যান্ড থেকে! ১০ টাকায় দারুণ সফর
শিবির শেষে এলাকা পরিদর্শন করেন আধিকারিকেরা। ছিলেন পঞ্চায়েত এলাকার ভিআরপি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আশা-সহ স্বাস্থ্যকর্মীরা।
নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মিহির চন্দ বলেন, “ডেঙ্গি নিয়ে সচেতন করতেই শিবির হয়েছে। রাজ্য ও জেলা প্রশাসনের একটি দল এসেছিলেন।”
advertisement
Ranjan Chanda
Location :
Kolkata,West Bengal
First Published :
October 01, 2023 3:30 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: ডেঙ্গি সম্পর্কে সচেতন করতে কর্মশালা প্রশাসনের, চা, ডাব ও আখ বিক্রেতাদের বিশেষ নির্দেশ