TRENDING:

Train Accident: হাওড়া-খড়গপুর রুটে লাইনচ্যুত ট্রেন! আপ লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ, যাত্রী ভোগান্তি চরমে

Last Updated:

বালাসোরের ভয়াবহ স্মৃতি এখনও টাটকা। এর মধ্যেই আবার উঠে এল ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা। হাওড়া খড়গপুর রেলপথের লাইনচ্যুত একটি মালগাড়ি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়গপুর: বালাসোরের ভয়াবহ স্মৃতি এখনও টাটকা। এর মধ্যেই আবার উঠে এল ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা। হাওড়া-খড়গপুর রেলপথে লাইনচ্যুত হয় একটি মালগাড়ি। তবে বালাসোরের পর এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার ট্রেন লাইন চ্যুত হওয়ার ঘটনা উঠে এসেছে।
advertisement

হাওড়া-খড়গপুর রেলপথের নন্দাইগাজন স্টেশনের কাছাকাছি জায়গায় লাইনচ্যুত হয় মালগাড়িটি। যার ফলে আপ লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। মাল গাড়িটিকে রেল ট্যাক থেকে  সরানোর কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ পক্ষ থেকে। ট্রেন চলাচলে সমস্যাও তৈরি হয়েছে। মেছেদা থেকেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এরপর প্রায় দু কিলোমিটার এই সমস্যা ণীয়েঈ চলতে থাকে মালগাড়িটি। পুরো পথ চাকা ঘষে ঘষে নন্দাইগাজন পর্যন্ত আসে। তারপরই ঘটে এই ঘটনা এই ভয়ঙ্কর ঘটনা।

advertisement

আরও পড়ুন: ভয়াবহ অগ্নিকান্ড! পুড়ে ছাই প্রায় ১৫টি দোকান, ক্ষয়-ক্ষতির পরিমাণ লক্ষাধিক

যান্ত্রিক গোলোযোগের কারণে ভোর সাড়ে চারটা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে রেলের পাত থেকে নেমে পড়ে মাল গাড়ির বগিগুলি। এরপর প্রায় চার-পাঁচ কিলোমিটার সিলপাড়ের ওপর দিয়ে ছোটে রেলগাড়ি। নন্দাইগাজন স্টেশন পর্যন্ত এরকম বিপজ্জনকভাবে ছুটে আসে মালগাড়িটি।

advertisement

আরও পড়ুন: ইমনকে নিয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস! শীতকে উপেক্ষা করে মাঠে জমা হয়েছিল ৩৫ হাজারের বেশি দর্শক

অবশেষে নন্দাইগাজন স্টেশনের প্লাটফর্ম ঘষে গিয়ে দাঁড়িয়ে পড়ে গাড়িটি। মেচেদা এবং নন্দাইগাজন স্টেশনের মধ্যবর্তী জায়গায় ঘটে এই ঘটনা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রেলপাতের। দ্রুততার সঙ্গে চলছে রেললাইন সরানোর কাজ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুগন্ধে ভরছে গ্রামবাংলা! বাদশাভোগ ফলিয়ে লাভবান এগরার চাষিরা
আরও দেখুন

সুজিত ভৌমিক

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Train Accident: হাওড়া-খড়গপুর রুটে লাইনচ্যুত ট্রেন! আপ লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ, যাত্রী ভোগান্তি চরমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল