হাওড়া-খড়গপুর রেলপথের নন্দাইগাজন স্টেশনের কাছাকাছি জায়গায় লাইনচ্যুত হয় মালগাড়িটি। যার ফলে আপ লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। মাল গাড়িটিকে রেল ট্যাক থেকে সরানোর কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ পক্ষ থেকে। ট্রেন চলাচলে সমস্যাও তৈরি হয়েছে। মেছেদা থেকেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এরপর প্রায় দু কিলোমিটার এই সমস্যা ণীয়েঈ চলতে থাকে মালগাড়িটি। পুরো পথ চাকা ঘষে ঘষে নন্দাইগাজন পর্যন্ত আসে। তারপরই ঘটে এই ঘটনা এই ভয়ঙ্কর ঘটনা।
advertisement
আরও পড়ুন: ভয়াবহ অগ্নিকান্ড! পুড়ে ছাই প্রায় ১৫টি দোকান, ক্ষয়-ক্ষতির পরিমাণ লক্ষাধিক
যান্ত্রিক গোলোযোগের কারণে ভোর সাড়ে চারটা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে রেলের পাত থেকে নেমে পড়ে মাল গাড়ির বগিগুলি। এরপর প্রায় চার-পাঁচ কিলোমিটার সিলপাড়ের ওপর দিয়ে ছোটে রেলগাড়ি। নন্দাইগাজন স্টেশন পর্যন্ত এরকম বিপজ্জনকভাবে ছুটে আসে মালগাড়িটি।
আরও পড়ুন: ইমনকে নিয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস! শীতকে উপেক্ষা করে মাঠে জমা হয়েছিল ৩৫ হাজারের বেশি দর্শক
অবশেষে নন্দাইগাজন স্টেশনের প্লাটফর্ম ঘষে গিয়ে দাঁড়িয়ে পড়ে গাড়িটি। মেচেদা এবং নন্দাইগাজন স্টেশনের মধ্যবর্তী জায়গায় ঘটে এই ঘটনা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রেলপাতের। দ্রুততার সঙ্গে চলছে রেললাইন সরানোর কাজ।
সুজিত ভৌমিক
