TRENDING:

Alipurduar: চিলাপাতা জঙ্গলে মাঝ-রাস্তায় দাঁড়িয়ে বুনো হাতি, সামনে পেয়ে আছড়ে মারল ব্যক্তিকে, মর্মান্তিক কাণ্ড আলিপুরদুয়ারে

Last Updated:

Alipurduar: দিনের বেলাতেই চিলাপাতা জঙ্গলের রাস্তায় দাঁড়িয়ে গজরাজ। হটাৎ করে হাতিটি রাস্তায় দাঁড়িয়ে পড়ায় নিজের মোটরবাইকে কোনও রকম ব্রেক কষতে পারেননি বাপি রাম নামের এক ব্যক্তি। তাকে সামনে পেয়েই তুলে আছাড় দিল হাতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, অনন্যা দে: দিনের বেলাতেই চিলাপাতা জঙ্গলের রাস্তায় দাঁড়িয়ে গজরাজ। হটাৎ করে হাতিটি রাস্তায় দাঁড়িয়ে পড়ায় নিজের মোটরবাইকে কোনও রকম ব্রেক কষতে পারেননি বাপি রাম নামের এক ব্যক্তি। তাকে সামনে পেয়েই তুলে আছাড় দিল হাতি। এরপরেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন বাপি রাম।
চিলাপাতা জঙ্গল 
চিলাপাতা জঙ্গল 
advertisement

শুক্রবার দুপুরে চিলাপাতা জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় হাতির আক্রমণে মৃত্যু হয়েছে বাপি রামের। এই ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। নিহত ব্যক্তি বাপি রাম শিলবাড়ি হাটের বাসিন্দা। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্র এবং পুলিশের তথ্য অনুযায়ী, বাপি রাম তার বাইক সার্ভিসিং করাতে হাসিমারাতে এসেছিলেন এদিন সকালে। তিনি তার বাইক সার্ভিসিং করে বাড়ি ফিরছিলেন।

advertisement

আরও পড়ুনঃ নামি বেসরকারি স্কুলে শিক্ষক, হোস্টেল ওয়ার্ডেন নিয়োগ, আকর্ষণীয় বেতন! ২০ জানুয়ারির মধ্যে আবেদন করুন, জানুন বিস্তারিত

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষ্ণনগরের ঢেলাই চণ্ডী দেবীর মন্দির, গাছের ডালে মাটির ঢেলা ঝুলিয়ে দেওয়া হয় পুজো
আরও দেখুন

চিলাপাতা জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি বুনো হাতি জঙ্গল থেকে বেরিয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে পরে। বাপি রামকে দেখে হাতিটি তাকে আক্রমণ করে। ঘটনাস্থলেই তিনি পিষ্ট হয়ে মারা যান।ঘটনার খবর পেয়ে হাসিমারা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতের দেহ উদ্ধার করে।পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। এই ঘটনার পর চিলাপাতা বনের মধ্য দিয়ে যাতায়াতকারীদের মধ্যে আতঙ্কে ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে বনপথে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি এবং হাতির চলাচলের বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar: চিলাপাতা জঙ্গলে মাঝ-রাস্তায় দাঁড়িয়ে বুনো হাতি, সামনে পেয়ে আছড়ে মারল ব্যক্তিকে, মর্মান্তিক কাণ্ড আলিপুরদুয়ারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল