TRENDING:

২৫,০০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ...! অভিষেকের শালতোড়ার সভার পরেই বাঁকুড়ার পাথর খাদান নিয়ে ই-অকশনের বিজ্ঞপ্তি জারি

Last Updated:

West Bengal News: অভিষেকের প্রতিশ্রুতির পরেই সরকার দ্রুত পদক্ষেপ নেয় এবং বন্ধ থাকা খাদানগুলো পুনরায় চালু করতে ই-অকশনের বিজ্ঞপ্তি প্রকাশ করে। খাদান বন্ধ থাকায় প্রায় ২০ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছিলেন; এই সিদ্ধান্তে তারা অত্যন্ত খুশি এবং শিল্পে নতুন করে আশা জেগেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: ১০ জানুয়ারি, ২০২৬ তারিখে বাঁকুড়ার শালতোড়ায় এক জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই খাদানগুলো পুনরায় চালু করার প্রতিশ্রুতি দেন। লক্ষ্য ছিল এই সিদ্ধান্তের মাধ্যমে শালতোড়ার পাথর শিল্পে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, যা এই অঞ্চলের অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে।
Abhishek Banerjee
Abhishek Banerjee
advertisement

অভিষেকের প্রতিশ্রুতির পরেই সরকার দ্রুত পদক্ষেপ নেয় এবং বন্ধ থাকা খাদানগুলো পুনরায় চালু করতে ই-অকশনের বিজ্ঞপ্তি প্রকাশ করে। খাদান বন্ধ থাকায় প্রায় ২০ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছিলেন; এই সিদ্ধান্তে তারা অত্যন্ত খুশি এবং শিল্পে নতুন করে আশা জেগেছে।

আরও পড়ুন: আসছে ‘জোড়া’ ঝঞ্ঝা…! ১৮, ১৯, ২০, ২১ জানুয়ারি ভারী বৃষ্টি, দমকা হাওয়ার হুঁশিয়ারি ১০ রাজ্যে, ১১ রাজ্য কাঁপাবে কুয়াশা, কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD

advertisement

বাঁকুড়ার ‘রণ সংকল্প’ সভা থেকে পাথর খাদান নিয়েও বড় ঘোষণা করেছিলেন অভিষেক। আশ্বাস দেন পাথর খাদানের শ্রমিকদেরও। অভিষেক জানান, কিছু আইনি জটিলতার কারণে এই এলাকার সব পাথর খাদান পুরোদমে চালু করা সম্ভব হয়নি। তবে সবগুলি খাদান পুরোদমে চালু হয়ে গেলে কমপক্ষে ২৫ হাজার লোক কাজের সুযোগ পাবেন।

আরও পড়ুন: ফ্রিজের ‘ডিপ’ বরফে ঠাসাঠাসি…! ১ মিনিটে সারিয়ে ফেলুন, টেকনিশিয়ান ‘কল’ দিতে হবে না, শিখে নিন ম্যাজিক ‘ট্রিক’

advertisement

তৃণমূল সাংসদ এ-ও বলেন, “আমি গত দু’মাস ধরে এর উপর কাজ করেছি। আজ সকালেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। মুখ্যমন্ত্রীর দফতর থেকে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, ৩১ মার্চের আগে সব কাজ চালু করে ২৫ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।’’ তার ওই ঘোষণার দিন কয়েক পরেই বাঁকুড়ার ১৭টি পাথর খাদান নিয়ে বিজ্ঞপ্তি জারি করল সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে নিলাম অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি। তার পরে দু’সপ্তাহের মধ্যে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করে খাদানের কাজ শুরু হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গানের তাল বজায় রাখার আসল হাতিয়ার! মেচদের সংস্কৃতির সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে খলটপ
আরও দেখুন

শালতোড়ার পাথর শিল্প দীর্ঘকাল ধরে সমস্যার সম্মুখীন ছিল, যার ফলে শ্রমিকরা কাজ হারিয়েছিলেন। অভিষেকের এই ‘মাস্টারস্ট্রোক’ কর্মহীন শ্রমিকদের কাছে বড় স্বস্তির খবর, কারণ এর ফলে তাদের জীবিকা ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।এই পদক্ষেপ শুধু শ্রমিকদেরই নয়, সামগ্রিকভাবে শালতোড়ার পাথর শিল্পকে পুনরুজ্জীবিত করবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত নবজোয়ার যাত্রা চলাকালীন শালতোড়ায় পাথর খাদান শ্রমিকদের সাথে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
২৫,০০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ...! অভিষেকের শালতোড়ার সভার পরেই বাঁকুড়ার পাথর খাদান নিয়ে ই-অকশনের বিজ্ঞপ্তি জারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল