TRENDING:

Visva Bharati: ৯ বছরেও কেন হল না...জাতীয় পরিবেশ আদালতে তীব্র ভর্ৎসনার মুখে বিশ্বভারতী!

Last Updated:

Visva Bharati: আবার একবার জাতীয় পরিবেশ আদালতে তীব্র ভর্ৎসনার মুখে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও বীরভূম জেলা প্রশাসন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম, সৌভিক রায়: সামনেই বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগেই চলতি বছর ফেব্রুয়ারির শেষ সপ্তাহে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে সমাবর্তন অনুষ্ঠানে আসতে পারেন আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিশ্বভারতী
বিশ্বভারতী
advertisement

আর তার আগেই আবার একবার জাতীয় পরিবেশ আদালতে তীব্র ভর্ৎসনার মুখে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও বীরভূম জেলা প্রশাসন। মূলত কঠিন ও তরল বর্জ্য নিয়ন্ত্রণ ও নিষ্কাশন সংক্রান্ত ২০১৬ সালের মামলায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিশ্বভারতী কর্মসচিব বিকাশ মুখোপাধ্যায় ও বীরভূম জেলাশাসক ধবল জৈন।

আরও পড়ুন: বলুন তো কোন ভিটামিনের অভাবে রাতে ঘুমের মধ‍্যে মুখ দিয়ে লালা ঝরে? শরীরে কোনও বড় সমস‍্যার লক্ষণ? এখনই জানুন

advertisement

দীর্ঘ প্রায় ৯ বছরেও বর্জ্য নিষ্কাশনের জন্য কেন এখনও পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা গেল না? প্রশ্ন করে রীতিমতো তিরস্কার করে আদালত। দ্রুত পর্যাপ্ত ব্যবস্থা না-করলে আদালত বড় রকম পদক্ষেপ নেবে বলে জানা গিয়েছে। ৩১ মার্চ ফের এই মামলার শুনানি জাতীয় পরিবেশ আদালতে।

এ প্রসঙ্গে বীরভূম জেলাশাসক ধবল জৈন বলেন, “আদালতে নির্দেশ মতই আলোচনা করে কাজ করা হবে।” তবে প্রধানমন্ত্রীর উপস্থিতির আগে পরিবেশ আদালতের ভর্ৎসনা এড়াতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তৎপরতা শুরু হয়েছে।

advertisement

প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, বিশ্বভারতী ক্যাম্পাসের অভ্যন্তর বিশ্বভারতী সংলগ্ন এলাকায় উৎপন্ন কঠিন ও তরল সে বর্জ্য যথাযথভাবে সংগ্রহ করে অন্যত্র প্রক্রিয়াকরণ করা হবে। এই বিষয়ে মামলাকারী পরিবেশ কর্মী সুভাষ দত্ত বলেন, “ফের আবারও আদালত চূড়ান্ত ভর্ৎসনা করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও বীরভূম জেলাশাসককে। আদালত বলেছে ৯ বছরেও কেন কোনও ব্যবস্থা করা গেল না? কোথায় গাফিলতি রয়েছে সেটাও খতিয়ে দেখা হবে।”

advertisement

আরও পড়ুন: ২০ দিনের শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে কুয়োতে ছুঁড়ে ফেলে দিল বানর, তারপর যা ঘটল… শুনলে গায়ে কাঁটা দেবে!

সেরা ভিডিও

আরও দেখুন
অঙ্ক দেখলেই ভয়! মাধ্যমিকের আগেই সেরা টিপস্ দিলেন শিক্ষক, মনে রাখলেই ১০০ তে ১০০
আরও দেখুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলায় দূষণ সংক্রান্ত বিষয় নিয়ে ২০১৬ ও ২০১৮ সালে জাতীয় পরিবেশ আদালতে দু’টি মামলা করেছিলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। সেই দু’টি মামলায় ২০১৭ ও ২০২০ সালে আদালত বিশ্বভারতীকে নির্দেশ দিয়েছিল তরল ও কঠিন বর্জ্য নিয়ন্ত্রণ ও নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। কিন্তু এখনও পর্যন্ত সেটা করা হয়নি বলে অভিযোগ।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Visva Bharati: ৯ বছরেও কেন হল না...জাতীয় পরিবেশ আদালতে তীব্র ভর্ৎসনার মুখে বিশ্বভারতী!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল