TRENDING:

Baul Music: বাউল প্রেমে ভ্যালিডি ও স্যামুয়েল হয়েছেন যমুনা ও নবনীত! ১৮ বছর ধরে লোকসংগীত সাধনা, অশোকনগর দেখল এক অন্য ছবি, আপনিও দেখুন

Last Updated:

North 24 Parganas Baul Music: ভ্যালিডি ও স্যামুয়েল, ফ্রান্সের দুই নাগরিক দীর্ঘ ১৮ বছর ধরে বাংলায় বাউল সংগীতের সাধনা করছেন। বাউল আখড়ায় দীক্ষা নেওয়ার পর তাঁদের নাম হয়েছে যমুনা ও নবনীত। বাউল গানের প্রেমে নিজের দেশ পর্যন্ত ছেড়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বাংলার লোকসংগীত বাউল আজ আর কেবল বাংলার গণ্ডিতেই আবদ্ধ নয়, তারই যেন প্রমাণ মিলল অশোকনগর উৎসবে। ভ্যালিডি ও স্যামুয়েল, ফ্রান্সের দুই নাগরিক, যারা আজ বাউল সংগীতকেই নিজের জীবনের পথ করে নিয়েছেন। দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে বাউল সংগীতের সাধনা করে বর্তমানে তাঁরা বাংলার নানা প্রান্তে ছড়িয়ে দিচ্ছেন এই লোকসংগীতের ঐতিহ্য।
advertisement

বাউল শুধু গান নয়, এটি একটি জীবনযাত্রা। এই দর্শনকেই আপন করে নিয়েছেন এই দুই বিদেশি শিল্পী। বাউল আখড়ায় দীক্ষা নেওয়ার পর তাঁদের নাম হয়েছে যমুনা ও নবনীত। ইংরেজি ভাষায় দক্ষ হলেও এখন সাবলীলভাবেই বাংলায় বাউল গান পরিবেশন করছেন তাঁরা। লালনের নানা পাঠ ও দর্শন রপ্ত করে গুরুমার অনুমতিতেই এখন বিভিন্ন মঞ্চে গান গাইছেন এই দুই শিল্পী।

advertisement

আরও পড়ুনঃ শান্তিপুর পৌরসভার উপ-পৌরপতির বাড়িতে দুঃসাহসিক চুরি! মন্দিরের তালা ভেঙে গয়না লুট, সিসি ক্যামেরায় ধরা পড়ল চোর

এদিন কল্যাণগড় পৌরসভার কচুয়া মোড় সংলগ্ন অশোকনগর উৎসবে দেশি বাউল শিল্পীদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়া এই দুই বিদেশি শিল্পীর পরিবেশনা দেখে রীতিমতো অবাক হন দর্শকরা। তাঁদের গানের টানে ভিড় জমে যায় উৎসব প্রাঙ্গণে। বাদ যায়নি কচিকাঁচারাও। হাতে তাল দিতে দিতে সকলে মন দিয়ে শোনেন বাউল সংগীত।

advertisement

View More

আরও পড়ুনঃ বর্ধমানের জনপ্রিয় এই মিষ্টির দোকান থেকে মিষ্টি খেয়েছিলেন নেতাজি! দেশনায়কের জন্মদিনে আজও লাড্ডু বিতরণ, অনেকেরই অজানা সেই ইতিহাস

উদ্যোক্তাদের বক্তব্য, বাংলা-সহ দেশ-বিদেশে বাউল সংগীতের জনপ্রিয়তা যে ক্রমশ বাড়ছে, ভ্যালিডি ও স্যামুয়েলের বাউলপ্রের তারই উজ্জ্বল উদাহরণ। বর্তমানে তাঁরা শান্তিনিকেতনের সন্তান সেবাশ্রম সংঘের আখড়ায় থেকে বাউল সংগীতের পাঠ নিয়েছেন বলে জানা গিয়েছে। দুই বিদেশি বাউল শিল্পীর সঙ্গে কথা বলে জানা যায়, বিদেশের মাটিতেই প্রথম বাউল সংগীত শোনেন তাঁরা। সেই সংগীতের গভীর দর্শন ও সুরে মুগ্ধ হয়ে নিজের দেশ ছেড়ে ভারতে এসে বাউল সাধনার পথে নামেন। দীর্ঘদিনের কঠোর অনুশীলনের পর আজ তাঁরা প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে বিভিন্ন মঞ্চে গান পরিবেশনের সুযোগ পাচ্ছেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাউল প্রেমে ভ্যালিডি ও স্যামুয়েল হয়েছেন যমুনা ও নবনীত! অশোকনগর দেখল এক অন্য ছবি
আরও দেখুন

নিজেদের গান নিয়ে তাঁরা জানান, বাউল সংগীত পরিবেশন করতে পারা তাঁদের কাছে পরম আনন্দের। বাংলার এই লোকসংগীতকে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও জনপ্রিয় করে তোলাই এখন তাঁদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছেন এই দুই বিদেশি বাউল শিল্পী।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Baul Music: বাউল প্রেমে ভ্যালিডি ও স্যামুয়েল হয়েছেন যমুনা ও নবনীত! ১৮ বছর ধরে লোকসংগীত সাধনা, অশোকনগর দেখল এক অন্য ছবি, আপনিও দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল