স্থানীয় কাউন্সিলর তথা ক্লাব সদস্য গৌতম দাস জানান, “প্রতিবছরই কিছু না কিছু চমক থাকে সরস্বতী পুজোয়। এ বছরও শহর ও জেলাবাসীকে বিশেষ চমক দিতে বিশাল আকৃতির উঁচু প্রতিমা তৈরি করা হয়েছে। তবে তাঁদের মূল উদ্দেশ্য হচ্ছে ছাব্বিশ। তিন রকম ছাব্বিশ একত্রিত করে প্রতিমার আকর্ষণ। যেহেতু সালটি ২৬ এবং ওয়ার্ডও ২৬ তাই প্রতিমা ২৬ ফুট উঁচু করা হয়েছে। সরস্বতী পুজোর আগের দিন সন্ধ্যায় উদ্বোধন করা হবে মণ্ডপ।”
advertisement
মণ্ডপ সজ্জার দায়িত্বে থাকা মৃৎশিল্পী রাসবিহারী রাম জানান, “গত এক মাস থেকে প্রতিমা তৈরির কাজ চলছে। প্রায় ২৬ ফুট উঁচু এই প্রতিমাকে সাজিয়ে তোলা হচ্ছে ভারতের জাতীয় পতাকার রঙে। সবুজ, সাদা, গেরুয়া জাতীয় পতাকার তিন রঙের শাড়ি ও তার পিছনে বড় আকৃতির অশোক চক্র দিয়ে সাজান হচ্ছে প্রতিমাকে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিবছরই বাগদেবীর আরাধনায় বিশেষ চমক দেখা দেয় মালদহের ইংরেজবাজার পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের ঝলঝলিয়া জাগরণী ক্লাবের উদ্যোগে। তবে এই বছর তাঁদের এমন বিকল্প চিন্তা ভাবনার পুজোর আয়োজন নজর কেড়েছে সকলের। জেলার অন্যতম বিশাল আকৃতির এই প্রতিমার আকর্ষণে ভিড় বাড়বে দর্শনার্থীদের বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।





