পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ইজাজ আহমেদ পাইক মোটরবাইক নিয়ে লালপুরে তাঁর শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। ঘাটেশ্বর গ্রাম পঞ্চায়েতের পাওয়ার হাউসের কাছে একটি দ্রুতগতির লরি আচমকাই তাঁর মোটরবাইকে ধাক্কা মারে। প্রবল সংঘর্ষের জেরে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতরভাবে জখম হন ইজাজ। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই খবরে ঘটনাস্থল ও হাসপাতালে চরম উত্তেজনা ছড়ায়।

advertisement

আরও পড়ুনঃ রাজবাড়ির আদলে নতুন রূপে জলপাইগুড়ি রোড স্টেশন! অমৃত ভারত প্রকল্পে ঝাঁ চকচকে চেহারা, যাত্রীদের জন্য থাকছে একগুচ্ছ সুবিধা

দুর্ঘটনার খবর পেয়ে মন্দিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় জড়িত ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই লরির চালক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ইজাজ আহমেদ পাইক গাববেড়িয়া এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতা করতেন। তিনি ছাত্রছাত্রীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন বলে জানিয়েছেন সহকর্মীরা। তাঁর অকালমৃত্যুতে স্কুল চত্বরে ও এলাকাজুড়ে শোকের আবহ নেমে এসেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ফের একবার ওই এলাকার রাস্তা নিরাপত্তা ও ভারী যান চলাচল নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, নিয়ন্ত্রণহীন গতিতে লরি চলাচলের জেরেই বারবার দুর্ঘটনা ঘটছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

advertisement