এই বছরের গঙ্গাসাগর মেলার ভিড় অতীতের সমস্ত রেকর্ড অতিক্রম করেছে। অসংখ্য পুণ্যার্থী এসেছিলেন সাগরদ্বীপে মকর সংক্রান্তিতে পূণ্যস্নানের উদ্দেশে। তারিখ পরিবর্তনের সঙ্গে সঙ্গে মেলা ও শেষ হয়ে গিয়েছে। সকলেই ফিরছেন নিজের জায়গায়। রয়ে গিয়েছেন তারা, যারা তাদের প্রিয়জন কিংবা আপনজনকে হারিয়ে অসহায় হয়ে পড়ে রয়েছেন। জানা গিয়েছে মঞ্জু দেবী(৫২) গ্রাম থেকে পাঁচ জনের একটি পূণ্যার্থী দলের সঙ্গে সাগরে এসেছিলেন।
advertisement
আরও পড়ুন: ছোটেননি চাকরির পিছনে, বিএড পাশ করেও পেশা চাষবাস! দাঁতনের এই প্রবীণ সাহিত্যিক জ্ঞানের ভাণ্ডার
পূণ্যস্নান সেরে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন মঞ্জু দেবী। তাঁকে ভর্তি করানো হয় স্থানীয় হাসপাতালে। এদিকে পূণ্যার্থীদের দল ফিরে গিয়েছে বিহারে। ফলে সাগর থানার পুলিশ যোগাযোগ করেন হ্যাম রেডিও-র সঙ্গে। খোঁজ মেলে ওই মহিলার বাড়ি বিহারের সমস্তিপুর জেলার সাখওয়া থানার বিখনাউলিয়া গ্রামে। তার বড় ছেলে অনিরুদ্ধ মুখিয়ার সঙ্গের কথা হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাদেরকে দ্রুত আসতে বলা সাগরে। ওই মহিলার পরিবারের লোকজন ভেবেছিলেন ওই মহিলা হারিয়ে গিয়েছেন। এদিকে প্রিয়জনের খবর শুনে কান্নায় ভেঙে পড়েন তারা। অবশেষে ভাই পরিমল মুখিয়ার সঙ্গে ওই মহিলা ফিরেছেন বাড়ির উদ্দেশে। এই ঘটনায় সাগর থানার পুলিশ ও হ্যাম রেডিওকে ধন্যবাদ জানিয়েন তাঁরা।






