TRENDING:

South 24 Parganas News: গভীর সমুদ্রে ভাসছিলেন বাংলাদেশি মৎস্যজীবী, উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী

Last Updated:

ভারতীয় নৌসেনার জাহাজ 'কমলাদেবী' ২২ বছর বয়সী ওই বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করেছে। উদ্ধারের পর তাঁকে ফের বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফ্রেজারগঞ্জ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: গভীর সমুদ্রে ভেসে থাকা এক বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। জানা যায়, ভারতীয় নৌসেনার জাহাজ ‘কমলাদেবী’ ২২ বছর বয়সী ওই বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করেছে। উদ্ধারের পর তাঁকে ফের বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়।
উদ্ধার করা হচ্ছে বাংলাদেশী মৎস্যজীবীকে 
উদ্ধার করা হচ্ছে বাংলাদেশী মৎস্যজীবীকে 
advertisement

জানা গিয়েছে, আন্তর্জাতিক জলসীমার কাছে জাহাজে করে টহল দিচ্ছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। টহলরত জওয়ানরা ভারতীয় জলসীমার ভিতরে একজনকে ভাসতে দেখেন। দ্রুত তাঁরা জাহাজ নিয়ে ওই ব্যক্তির কাছে গিয়ে পৌঁছান এবং বয়া ছুঁড়ে তাঁকে উদ্ধার করেন।

২২ বছর বয়সী ওই মৎস্যজীবী কীভাবে সমুদ্রে ভেসে এলেন, তা জানা যায়নি। উপকূলরক্ষী বাহিনীর প্রাথমিক অনুমান, মাছ ধরার সময় সম্ভবত তিনি নৌকা থেকে পড়ে গিয়েছিলেন। প্রাথমিক চিকিৎসায় তাঁকে সুস্থ করে তোলা হয়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
স্পেন-আমেরিকার বিশিষ্ট অধ্যাপকদের উপস্থিতিতে ডিজিটাল যুগে টেকসই শিক্ষার আলোচনা বাঁকুড়ায়
আরও দেখুন

প্রাথমিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। পরে জানা যায় ব্যক্তি বাংলাদেশি। তৎক্ষণাৎ বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করে তাঁদের হাতে মৎস্যজীবীকে তুলে দেওয়া হয়। এই ঘটনায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর মানবিক দিক আরও একবার সকলের সামনে উঠে এল।মনে করা হচ্ছে মৎস্যজীবী ট্রলার থেকে পড়ে গিয়েছিল। এর পর ভাসতে ভাসতে ভারতীয় সীমায় ঢুকে পড়েন।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: গভীর সমুদ্রে ভাসছিলেন বাংলাদেশি মৎস্যজীবী, উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল