জানা গিয়েছে, আন্তর্জাতিক জলসীমার কাছে জাহাজে করে টহল দিচ্ছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। টহলরত জওয়ানরা ভারতীয় জলসীমার ভিতরে একজনকে ভাসতে দেখেন। দ্রুত তাঁরা জাহাজ নিয়ে ওই ব্যক্তির কাছে গিয়ে পৌঁছান এবং বয়া ছুঁড়ে তাঁকে উদ্ধার করেন।
২২ বছর বয়সী ওই মৎস্যজীবী কীভাবে সমুদ্রে ভেসে এলেন, তা জানা যায়নি। উপকূলরক্ষী বাহিনীর প্রাথমিক অনুমান, মাছ ধরার সময় সম্ভবত তিনি নৌকা থেকে পড়ে গিয়েছিলেন। প্রাথমিক চিকিৎসায় তাঁকে সুস্থ করে তোলা হয়।
advertisement
প্রাথমিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। পরে জানা যায় ব্যক্তি বাংলাদেশি। তৎক্ষণাৎ বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করে তাঁদের হাতে মৎস্যজীবীকে তুলে দেওয়া হয়। এই ঘটনায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর মানবিক দিক আরও একবার সকলের সামনে উঠে এল।মনে করা হচ্ছে মৎস্যজীবী ট্রলার থেকে পড়ে গিয়েছিল। এর পর ভাসতে ভাসতে ভারতীয় সীমায় ঢুকে পড়েন।






