Gita Path: গঙ্গাসাগর-জয়দেবের পর নবদ্বীপে বিরাট আয়োজন! সাধু-সন্তের উপস্থিতিতে হাজার কন্ঠে গীতাপাঠ, ছিল বিশেষ আকর্ষণও
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Nadia Gita Path: চৈতন্য ভূমি নবদ্বীপে এক অভূতপূর্ব ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হল নাগা সাধু ও কিন্নর সাধুসন্তদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক মহাযজ্ঞকে কেন্দ্র করে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজে ধর্মীয় চেতনা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতেই এই ধরনের মহাযজ্ঞ ও গীতা পাঠের আয়োজন করা হয়েছে। ভক্তসমাগম ও সাধুসন্ন্যাসীদের উপস্থিতিতে নবদ্বীপে এদিন এক ঐতিহাসিক ধর্মীয় মিলনক্ষেত্রের রূপ নেয় পঞ্চবটি উদ্যান। গঙ্গাসাগর, জয়দেবের পর নবদ্বীপ দেখল সাধু-সন্তদের আরেক বিরাট সমাবেশ। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)









