Gita Path: গঙ্গাসাগর-জয়দেবের পর নবদ্বীপে বিরাট আয়োজন! সাধু-সন্তের উপস্থিতিতে হাজার কন্ঠে গীতাপাঠ, ছিল বিশেষ আকর্ষণও

Last Updated:
Nadia Gita Path: চৈতন্য ভূমি নবদ্বীপে এক অভূতপূর্ব ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হল নাগা সাধু ও কিন্নর সাধুসন্তদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক মহাযজ্ঞকে কেন্দ্র করে।
1/6
চৈতন্য ভূমি নবদ্বীপে এক অভূতপূর্ব ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হল নাগা সাধু ও কিন্নর সাধুসন্তদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক মহাযজ্ঞকে কেন্দ্র করে। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
চৈতন্য ভূমি নবদ্বীপে এক অভূতপূর্ব ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হল নাগা সাধু ও কিন্নর সাধুসন্তদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক মহাযজ্ঞকে কেন্দ্র করে। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/6
নবদ্বীপের প্রতাপনগর এলাকার সুদর্শন মন্দির সংলগ্ন পঞ্চবটি উদ্যানে এই মহাযজ্ঞের আয়োজন করা হয়। ভোর থেকে শুরু হওয়া এই কর্মযজ্ঞে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগা সাধু আমনপুরী মহারাজ।
নবদ্বীপের প্রতাপনগর এলাকার সুদর্শন মন্দির সংলগ্ন পঞ্চবটি উদ্যানে এই মহাযজ্ঞের আয়োজন করা হয়। ভোর থেকে শুরু হওয়া এই কর্মযজ্ঞে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগা সাধু আমনপুরী মহারাজ।
advertisement
3/6
তাঁর সঙ্গে ছিলেন নবদ্বীপ ও মায়াপুর ইসকন মন্দিরের একাধিক সাধু ও সন্ন্যাসী। এই মহাযজ্ঞের অন্যতম আকর্ষণ ছিল প্রায় দুই হাজার ভক্তের সম্মিলিত গীতা পাঠ। হাজার হাজার কণ্ঠে একযোগে উচ্চারিত হয় গীতার শ্লোক ও বেদবাক্য।
তাঁর সঙ্গে ছিলেন নবদ্বীপ ও মায়াপুর ইসকন মন্দিরের একাধিক সাধু ও সন্ন্যাসী। এই মহাযজ্ঞের অন্যতম আকর্ষণ ছিল প্রায় দুই হাজার ভক্তের সম্মিলিত গীতা পাঠ। হাজার হাজার কণ্ঠে একযোগে উচ্চারিত হয় গীতার শ্লোক ও বেদবাক্য।
advertisement
4/6
সমবেত গীতা পাঠে মুখরিত হয়ে ওঠে গোটা পঞ্চবটি উদ্যান চত্বর। ভক্তদের মতে, এমন সম্মিলিত গীতা পাঠ নবদ্বীপে খুব কমই দেখা যায়, যা এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা হয়ে থাকবে। এই কর্মযজ্ঞে বিশেষভাবে নজর কেড়েছেন কিন্নর সমাজের সাধুসন্তরা।
সমবেত গীতা পাঠে মুখরিত হয়ে ওঠে গোটা পঞ্চবটি উদ্যান চত্বর। ভক্তদের মতে, এমন সম্মিলিত গীতা পাঠ নবদ্বীপে খুব কমই দেখা যায়, যা এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা হয়ে থাকবে। এই কর্মযজ্ঞে বিশেষভাবে নজর কেড়েছেন কিন্নর সমাজের সাধুসন্তরা।
advertisement
5/6
তাঁদের উপস্থিতি অনুষ্ঠানকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। এই কিন্নর সাধুসন্তদের এর আগেও গঙ্গাসাগর মেলায় দেখা গিয়েছিল। নবদ্বীপের এই মহাযজ্ঞে তাঁদের অংশগ্রহণকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সমস্ত ভক্তদের জন্য প্রসাদের সুব্যবস্থা করা হয়।
তাঁদের উপস্থিতি অনুষ্ঠানকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। এই কিন্নর সাধুসন্তদের এর আগেও গঙ্গাসাগর মেলায় দেখা গিয়েছিল। নবদ্বীপের এই মহাযজ্ঞে তাঁদের অংশগ্রহণকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সমস্ত ভক্তদের জন্য প্রসাদের সুব্যবস্থা করা হয়।
advertisement
6/6
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজে ধর্মীয় চেতনা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতেই এই ধরনের মহাযজ্ঞ ও গীতা পাঠের আয়োজন করা হয়েছে। ভক্তসমাগম ও সাধুসন্ন্যাসীদের উপস্থিতিতে নবদ্বীপে এদিন এক ঐতিহাসিক ধর্মীয় মিলনক্ষেত্রের রূপ নেয় পঞ্চবটি উদ্যান। গঙ্গাসাগর, জয়দেবের পর নবদ্বীপ দেখল সাধু-সন্তদের আরেক বিরাট সমাবেশ। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজে ধর্মীয় চেতনা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতেই এই ধরনের মহাযজ্ঞ ও গীতা পাঠের আয়োজন করা হয়েছে। ভক্তসমাগম ও সাধুসন্ন্যাসীদের উপস্থিতিতে নবদ্বীপে এদিন এক ঐতিহাসিক ধর্মীয় মিলনক্ষেত্রের রূপ নেয় পঞ্চবটি উদ্যান। গঙ্গাসাগর, জয়দেবের পর নবদ্বীপ দেখল সাধু-সন্তদের আরেক বিরাট সমাবেশ। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
advertisement
advertisement