Winter Clothes Care Tips: লেদার জ্যাকেট না কি শিমুল তুলোর লেপ; কোন জিনিসের যত্ন নেবেন কীভাবে? জানুন সঠিক নিয়ম
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Winter Clothes Care Tips: শীতকালে লেপ-কম্বল ও শীতের পোশাক সঠিকভাবে যত্ন না নিলে সমস্যা হতে পারে। জেনে নিন কম্বল ধোয়া, লেপ রোদে দেওয়া ও সোয়েটার–জ্যাকেটের যত্নের সহজ নিয়ম।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বর্তমানে শীতের পোশাকের তালিকায় লেদার জ্যাকেট বিশেষ জায়গা করে নিয়েছে। তবে এই পোশাকের যত্নে বাড়তি সতর্কতা প্রয়োজন। খুব প্রয়োজন না হলে ধোয়া এড়িয়ে চলাই ভাল। ভেজা কাপড় দিয়ে মুছে নেওয়াই যথেষ্ট। প্রয়োজনে লন্ড্রিতে দেওয়া যেতে পারে, তবে কখনওই রোদে দেওয়া উচিত নয়। শীতের মাঝেও এইসব নিয়ম মানলে লেপ-কম্বল ও পোশাক থাকবে আরামদায়ক ও দীর্ঘস্থায়ী।









