Winter Clothes Care Tips: লেদার জ্যাকেট না কি শিমুল তুলোর লেপ; কোন জিনিসের যত্ন নেবেন কীভাবে? জানুন সঠিক নিয়ম

Last Updated:
Winter Clothes Care Tips: শীতকালে লেপ-কম্বল ও শীতের পোশাক সঠিকভাবে যত্ন না নিলে সমস্যা হতে পারে। জেনে নিন কম্বল ধোয়া, লেপ রোদে দেওয়া ও সোয়েটার–জ্যাকেটের যত্নের সহজ নিয়ম।
1/6
রাজ্য জুড়ে শীতের আমেজ এখন স্পষ্ট। সকালে কুয়াশা, রাতে ঠান্ডা হাওয়া—সব মিলিয়ে লেপ-কম্বল ও শীতের পোশাক এখন নিত্যসঙ্গী। তবে শীত চলাকালীন এই সব সামগ্রীর সঠিক যত্ন না নিলে আরাম পাওয়া তো দূরের কথা, নানা সমস্যাও দেখা দিতে পারে।
রাজ্য জুড়ে শীতের আমেজ এখন স্পষ্ট। সকালে কুয়াশা, রাতে ঠান্ডা হাওয়া—সব মিলিয়ে লেপ-কম্বল ও শীতের পোশাক এখন নিত্যসঙ্গী। তবে শীত চলাকালীন এই সব সামগ্রীর সঠিক যত্ন না নিলে আরাম পাওয়া তো দূরের কথা, নানা সমস্যাও দেখা দিতে পারে।
advertisement
2/6
সারা বছরে মাত্র কয়েক মাস ব্যবহার হওয়া লেপ-কম্বল ও শীতের পোশাক দীর্ঘদিন আলমারি বা বাক্সে রাখা থাকে। শীত পড়ে যাওয়ার পর এগুলি নিয়মিত ব্যবহার শুরু হলেও পরিষ্কার রাখা ও সঠিকভাবে যত্ন নেওয়া এখনো সমান গুরুত্বপূর্ণ।
সারা বছরে মাত্র কয়েক মাস ব্যবহার হওয়া লেপ-কম্বল ও শীতের পোশাক দীর্ঘদিন আলমারি বা বাক্সে রাখা থাকে। শীত পড়ে যাওয়ার পর এগুলি নিয়মিত ব্যবহার শুরু হলেও পরিষ্কার রাখা ও সঠিকভাবে যত্ন নেওয়া এখনো সমান গুরুত্বপূর্ণ।
advertisement
3/6
রাতের বেলা ব্যবহৃত লেপের ক্ষেত্রে বিশেষ সতর্কতা দরকার। বিশেষ করে শিমুল তুলোর লেপ ধোয়া বা ড্রাই ওয়াশ করা যায় না। এই ধরনের লেপ পরিষ্কার রাখতে মাঝেমধ্যেই রোদে দেওয়া উচিত। এতে ধুলো, স্যাঁতসেঁতে ভাব ও গন্ধ অনেকটাই দূর হয়। লেপে যদি আলাদা কভার থাকে, তা অবশ্যই নিয়মিত খুলে কেচে নেওয়া দরকার।
রাতের বেলা ব্যবহৃত লেপের ক্ষেত্রে বিশেষ সতর্কতা দরকার। বিশেষ করে শিমুল তুলোর লেপ ধোয়া বা ড্রাই ওয়াশ করা যায় না। এই ধরনের লেপ পরিষ্কার রাখতে মাঝেমধ্যেই রোদে দেওয়া উচিত। এতে ধুলো, স্যাঁতসেঁতে ভাব ও গন্ধ অনেকটাই দূর হয়। লেপে যদি আলাদা কভার থাকে, তা অবশ্যই নিয়মিত খুলে কেচে নেওয়া দরকার।
advertisement
4/6
লেপের তুলনায় কম্বল পরিষ্কার করা তুলনামূলক সহজ হলেও বারবার ধোয়া উচিত নয়। খুব বেশি ময়লা না হলে হালকা সাবান জলে কিছুক্ষণ ভিজিয়ে ধুয়ে রোদে ভালভাবে শুকিয়ে নেওয়া যেতে পারে। প্রয়োজনে লন্ড্রিতে দেওয়া গেলেও ঘনঘন ধোয়া কম্বলের স্থায়িত্ব কমিয়ে দেয়।
লেপের তুলনায় কম্বল পরিষ্কার করা তুলনামূলক সহজ হলেও বারবার ধোয়া উচিত নয়। খুব বেশি ময়লা না হলে হালকা সাবান জলে কিছুক্ষণ ভিজিয়ে ধুয়ে রোদে ভালভাবে শুকিয়ে নেওয়া যেতে পারে। প্রয়োজনে লন্ড্রিতে দেওয়া গেলেও ঘনঘন ধোয়া কম্বলের স্থায়িত্ব কমিয়ে দেয়।
advertisement
5/6
শীত চলাকালীন উলের বা পশমের সোয়েটার নিয়মিত ব্যবহার হয়। এই ধরনের পোশাক গরম জলে ধুলে রং ও বুনন নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। ঠান্ডা জলে পাতিলেবুর রস ও সামান্য ভিনিগার মিশিয়ে ধুলে সোয়েটারের রং ও মান দীর্ঘদিন ভাল থাকে।
শীত চলাকালীন উলের বা পশমের সোয়েটার নিয়মিত ব্যবহার হয়। এই ধরনের পোশাক গরম জলে ধুলে রং ও বুনন নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। ঠান্ডা জলে পাতিলেবুর রস ও সামান্য ভিনিগার মিশিয়ে ধুলে সোয়েটারের রং ও মান দীর্ঘদিন ভাল থাকে।
advertisement
6/6
বর্তমানে শীতের পোশাকের তালিকায় লেদার জ্যাকেট বিশেষ জায়গা করে নিয়েছে। তবে এই পোশাকের যত্নে বাড়তি সতর্কতা প্রয়োজন। খুব প্রয়োজন না হলে ধোয়া এড়িয়ে চলাই ভাল। ভেজা কাপড় দিয়ে মুছে নেওয়াই যথেষ্ট। প্রয়োজনে লন্ড্রিতে দেওয়া যেতে পারে, তবে কখনওই রোদে দেওয়া উচিত নয়। শীতের মাঝেও এইসব নিয়ম মানলে লেপ-কম্বল ও পোশাক থাকবে আরামদায়ক ও দীর্ঘস্থায়ী।
বর্তমানে শীতের পোশাকের তালিকায় লেদার জ্যাকেট বিশেষ জায়গা করে নিয়েছে। তবে এই পোশাকের যত্নে বাড়তি সতর্কতা প্রয়োজন। খুব প্রয়োজন না হলে ধোয়া এড়িয়ে চলাই ভাল। ভেজা কাপড় দিয়ে মুছে নেওয়াই যথেষ্ট। প্রয়োজনে লন্ড্রিতে দেওয়া যেতে পারে, তবে কখনওই রোদে দেওয়া উচিত নয়। শীতের মাঝেও এইসব নিয়ম মানলে লেপ-কম্বল ও পোশাক থাকবে আরামদায়ক ও দীর্ঘস্থায়ী।
advertisement
advertisement
advertisement