Mandarmani News: মন্দারমণিতে অবৈধ নির্মাণ, গ্রেফতার ৩২! পলাতক রিসর্ট মালিকরা! ব্যাপক শোরগোল
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Mandarmani News: জানা যায়, সরকারি জমি দখল, পর্যটকদের চলাচলের রাস্তা বন্ধ করা এবং সমুদ্রের জোয়ারের এলাকায় বেআইনিভাবে রিসর্ট নির্মাণ।
পঙ্কজ দাশ রথী, মন্দারমণি: পরিবেশ আইন ও উপকূল বিধি লঙ্ঘন করে সমুদ্র সৈকতে অবৈধ নির্মাণের অভিযোগে ৩২ জন নির্মাণকর্মীকে গ্রেফতার করল মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। ধৃতেরা মূলত হাওড়া, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা।
জানা যায়, সরকারি জমি দখল, পর্যটকদের চলাচলের রাস্তা বন্ধ করা এবং সমুদ্রের জোয়ারের এলাকায় বেআইনিভাবে রিসর্ট নির্মাণ। পুলিশি টহল দেওয়ার সময় তিনটি পৃথক স্থানে হাতেনাতে এই নির্মাণ কাজ ধরে ফেলে পুলিশ। নির্মাণকর্মীরা ধরা পড়লেও বেশ কিছু অসাধু ব্যবসায়ী ও মালিক এলাকা ছেড়ে পালিয়ে যায়।
ধৃতদের বিরুদ্ধে সরকারি জমি দখল, মাটি চুরি এবং পরিবেশ রক্ষা আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের ইতিমধ্যেই কাঁথি আদালতে পেশ করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার মিথুন দে জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
advertisement
এই বেআইনি কাজের সঙ্গে যুক্ত রিসর্ট মালিকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সমুদ্র উপকূলের বাস্তুতন্ত্র রক্ষায় প্রশাসন যে কোনও ধরণের অবৈধ নির্মাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 21, 2026 1:56 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mandarmani News: মন্দারমণিতে অবৈধ নির্মাণ, গ্রেফতার ৩২! পলাতক রিসর্ট মালিকরা! ব্যাপক শোরগোল









