New Record In Gold Price: মারাত্মক দাম বাড়ল সোনার ! আজ ১ ভরি সোনার গয়না বানাতে কত খরচ হবে ?

Last Updated:
New Record In Gold Price: লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। আজ ১ ভরি সোনার গয়না বানাতে বাজারদর, মেকিং চার্জ ও জিএসটি মিলিয়ে কত খরচ হবে? গয়না কেনার আগে জেনে নিন সম্পূর্ণ হিসেব।
1/9
সোনার দামে নয়া নজির ৷ প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে সোনালি ধাতুর দাম ৷ আড়াই বছর ধরেই বিশ্ব ও ভারতীয় বাজারে সোনার দাম বেড়ে চলেছে—এবার তা নতুন উচ্চতায় পৌঁছেছে। বিয়ের মরশুম হোক বা বিনিয়োগের পরিকল্পনা—সব ক্ষেত্রেই সোনার এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
সোনার দামে নয়া নজির ৷ প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে সোনালি ধাতুর দাম ৷ আড়াই বছর ধরেই বিশ্ব ও ভারতীয় বাজারে সোনার দাম বেড়ে চলেছে—এবার তা নতুন উচ্চতায় পৌঁছেছে। বিয়ের মরশুম হোক বা বিনিয়োগের পরিকল্পনা—সব ক্ষেত্রেই সোনার এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
advertisement
2/9
কেন এত দ্রুত বাড়ছে সোনার দাম?

বিশেষজ্ঞদের মতে, সোনার দাম বৃদ্ধির পেছনে একাধিক কারণ একসঙ্গে কাজ করছে।

 প্রথমত, বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা। আমেরিকা ও ইউরোপের বাজারে মন্দার আশঙ্কা, সুদের হার নিয়ে টানাপোড়েন এবং শেয়ারবাজারের অস্থিরতার ফলে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে এসে সোনার দিকে ঝুঁকছেন। সোনা বরাবরই নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত।
কেন এত দ্রুত বাড়ছে সোনার দাম?বিশেষজ্ঞদের মতে, সোনার দাম বৃদ্ধির পেছনে একাধিক কারণ একসঙ্গে কাজ করছে।প্রথমত, বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা। আমেরিকা ও ইউরোপের বাজারে মন্দার আশঙ্কা, সুদের হার নিয়ে টানাপোড়েন এবং শেয়ারবাজারের অস্থিরতার ফলে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে এসে সোনার দিকে ঝুঁকছেন। সোনা বরাবরই নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত।
advertisement
3/9
দ্বিতীয়ত, ভূ-রাজনৈতিক উত্তেজনা। মধ্যপ্রাচ্য ও ইউক্রেন-সহ বিভিন্ন অঞ্চলে চলা সংঘাত আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে সোনার চাহিদার উপর।

তৃতীয়ত, টাকার বিনিময় মূল্য (রুপি) দুর্বল হওয়া। ভারত সোনা আমদানি নির্ভর দেশ। ডলারের তুলনায় রুপি দুর্বল হলে আমদানি খরচ বেড়ে যায়, যার ফলে দেশের বাজারে সোনার দাম আরও বাড়ে।
দ্বিতীয়ত, ভূ-রাজনৈতিক উত্তেজনা। মধ্যপ্রাচ্য ও ইউক্রেন-সহ বিভিন্ন অঞ্চলে চলা সংঘাত আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে সোনার চাহিদার উপর।তৃতীয়ত, টাকার বিনিময় মূল্য (রুপি) দুর্বল হওয়া। ভারত সোনা আমদানি নির্ভর দেশ। ডলারের তুলনায় রুপি দুর্বল হলে আমদানি খরচ বেড়ে যায়, যার ফলে দেশের বাজারে সোনার দাম আরও বাড়ে।
advertisement
4/9
গয়না ক্রেতাদের বাড়ছে চাপ

-সোনার দাম বাড়ার সরাসরি প্রভাব পড়েছে গয়নার বাজারে। আগে যে বাজেটে এক ভরি সোনার হার বা চেইন কেনা যেত, এখন সেই টাকায় অনেক সময় হালকা গয়নায় সন্তুষ্ট থাকতে হচ্ছে। অনেক ক্রেতাই গয়না কেনার সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছেন অথবা ওজন কমিয়ে ডিজাইন বেছে নিচ্ছেন।
গয়না ক্রেতাদের বাড়ছে চাপ-সোনার দাম বাড়ার সরাসরি প্রভাব পড়েছে গয়নার বাজারে। আগে যে বাজেটে এক ভরি সোনার হার বা চেইন কেনা যেত, এখন সেই টাকায় অনেক সময় হালকা গয়নায় সন্তুষ্ট থাকতে হচ্ছে। অনেক ক্রেতাই গয়না কেনার সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছেন অথবা ওজন কমিয়ে ডিজাইন বেছে নিচ্ছেন।
advertisement
5/9
জুয়েলারি ব্যবসায়ীদের মতে, দাম বাড়লেও বিয়ে ও পারিবারিক অনুষ্ঠানের কারণে পুরোপুরি চাহিদা কমেনি। তবে ক্রেতারা এখন আগের তুলনায় অনেক বেশি হিসেবি।
জুয়েলারি ব্যবসায়ীদের মতে, দাম বাড়লেও বিয়ে ও পারিবারিক অনুষ্ঠানের কারণে পুরোপুরি চাহিদা কমেনি। তবে ক্রেতারা এখন আগের তুলনায় অনেক বেশি হিসেবি।
advertisement
6/9
বিনিয়োগ হিসেবে সোনা কতটা লাভজনক?দাম বাড়ায় অনেকেই ভাবছেন, এখন কি সোনা কেনা ঠিক হবে? বিশেষজ্ঞরা বলছেন, স্বল্পমেয়াদে দাম কিছুটা ওঠানামা করলেও দীর্ঘমেয়াদে সোনা এখনও শক্ত বিনিয়োগের বিকল্প। তবে একসঙ্গে বড় অঙ্কের বিনিয়োগ না করে ধাপে ধাপে বা ডিজিটাল গোল্ড, গোল্ড ETF-এর মতো বিকল্প ভাবা যেতে পারে।
বিনিয়োগ হিসেবে সোনা কতটা লাভজনক?দাম বাড়ায় অনেকেই ভাবছেন, এখন কি সোনা কেনা ঠিক হবে? বিশেষজ্ঞরা বলছেন, স্বল্পমেয়াদে দাম কিছুটা ওঠানামা করলেও দীর্ঘমেয়াদে সোনা এখনও শক্ত বিনিয়োগের বিকল্প। তবে একসঙ্গে বড় অঙ্কের বিনিয়োগ না করে ধাপে ধাপে বা ডিজিটাল গোল্ড, গোল্ড ETF-এর মতো বিকল্প ভাবা যেতে পারে।
advertisement
7/9
সামনে কী হতে পারে?বাজার বিশেষজ্ঞদের ধারণা, বিশ্ব পরিস্থিতি স্বাভাবিক না হলে সোনার দামে বড় পতনের সম্ভাবনা কম। বরং সাময়িক সংশোধনের পর আবার দাম বাড়তে পারে। তাই যাঁরা গয়না কিনতে চান, তাঁদের বাজারের দিকে নজর রেখে পরিকল্পিত সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের।
সামনে কী হতে পারে?বাজার বিশেষজ্ঞদের ধারণা, বিশ্ব পরিস্থিতি স্বাভাবিক না হলে সোনার দামে বড় পতনের সম্ভাবনা কম। বরং সাময়িক সংশোধনের পর আবার দাম বাড়তে পারে। তাই যাঁরা গয়না কিনতে চান, তাঁদের বাজারের দিকে নজর রেখে পরিকল্পিত সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের।
advertisement
8/9
আজ সোনার দাম কত হল ? বুধবার ২১ জানুয়ারি কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১৪৭১০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ১৪০৯১ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ৩২৫০৬৩ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
আজ সোনার দাম কত হল ? বুধবার ২১ জানুয়ারি কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১৪৭১০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ১৪০৯১ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ৩২৫০৬৩ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
9/9
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
advertisement
advertisement
advertisement