সেমিনারে উপস্থিত ছিলেন স্পেনের University of Girona-এর শিক্ষা ও মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক Dr. Emili Puig I Vilaro। তিনি ডিজিটাল যুগে টেকসই শিক্ষা, পড়াশোনার নতুন পদ্ধতি এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিয়ে কথা বলেন। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের Morehouse College-এর অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান Prof. Mona Ray টেকসই উন্নয়ন, ডিজিটাল বিভাজন এবং শিক্ষার সঙ্গে অর্থনীতির সম্পর্ক নিয়ে সহজভাবে বিষয়গুলি ব্যাখ্যা করেন।
advertisement
বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আসা এই দুই অধ্যাপকের উপস্থিতি বাঁকুড়ার মতো প্রান্তিক এলাকার ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত বড় শহরের বিশ্ববিদ্যালয়গুলিতেই আন্তর্জাতিক স্তরের আলোচনা ও মতবিনিময় হয়। কিন্তু এই সেমিনারের মাধ্যমে বাঁকুড়ার পড়ুয়ারা নিজের ক্যাম্পাসেই আন্তর্জাতিক মানের শিক্ষা ভাবনা, গবেষণার দৃষ্টিভঙ্গি এবং ভিন্ন দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ছাত্রছাত্রীরা জানান, বিদেশি অধ্যাপকদের বক্তব্য শোনা ও তাঁদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে তারা অনুপ্রাণিত হয়েছে। এতে ভবিষ্যতে উচ্চশিক্ষা ও গবেষণায় এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাসও বেড়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই ধরনের আন্তর্জাতিক সেমিনার প্রান্তিক এলাকার শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষার সঙ্গে যুক্ত করতে বড় ভূমিকা নেবে।





