TRENDING:

Purulia News: নুডলস খেয়ে মারাত্মক বিষক্রিয়া! শরীরে অস্বস্তি, হাতে-পায়ে টান! পুরুলিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি একই পরিবারের ৬ জন

Last Updated:

Purulia News: নুডলস খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি একই পরিবারের ছয় জন সদস্য। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ায়। লোকাল কোম্পানির নুডলস খাওয়ার পরই শরীরে অস্বস্তি। হাতে, পায়ে টান ধরা, গলা ফুলে যাওয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আড়ষা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: নুডলস খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি একই পরিবারের ছয় জন সদস্য। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ায়। পুরুলিয়ার আড়ষা থানার ভুড়সা গ্রামের বাসিন্দা শরিফউদ্দিন কাজী, বয়স আনুমানিক ৪৫ বছর ও তনুজা খাতুন, বয়স আনুমানিক ৩৫ বছর। রবিবার সন্ধ্যায় পাড়ার একটি দোকান থেকে লোকাল কোম্পানির ১০০ টাকার নুডলস কিনে আনেন তারা। স্বামী, স্ত্রী ও চার ছেলে মেয়ে মিলে সেই নুডলস তৈরি করে খান সন্ধ্যেবেলাতেই।
নুডুলস খেয়ে অসুস্থ পরিবারের ছয় জন
নুডুলস খেয়ে অসুস্থ পরিবারের ছয় জন
advertisement

নুডলস খাওয়ার কিছুক্ষণ পরেই শুরু হয় শরীরে অস্বস্তি। হাতে, পায়ে টান ধরতে শুরু করে তাদের। পাশাপাশি গলাও ফুলে যায়। অবস্থা বেগতিক দেখে পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাদেরকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই কর্তব্যরত চিকিৎসকেরা তাদের ভর্তি করে নেন। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ওই ছয় জন।

advertisement

আরও পড়ুনঃ আউশগ্রামে ‘অহিংস’ শিকার উৎসব! বন্যপ্রাণী নয়, ব্রয়লার মুরগিতেই আদিবাসী ঐতিহ্য রক্ষা, বন দফতরের প্রশংসনীয় উদ্যোগ

এ বিষয়ে পরিবারের সদস্য সাত্তার কাজী বলেন, তার পরিবারের সদস্যরা পাড়ার একটি দোকান থেকে ১০০ টাকার নুডলস কিনে এনেছিলেন। সেই নুডলস তৈরি করে বাড়িতেই খেয়েছিলেন ওই ছয় জন। এরপরই অসুস্থ হয়ে পড়েন তারা। তাদের শারীরিক অবস্থা দেখে  ঘাবড়ে গিয়েছিলেন তিনি। ‌ পরিবারের অন্যান্য সদস্যরা মিলে তাই হাসপাতালে নিয়ে এসেছেন।‌  যে নুডলস খেয়ে অসুস্থ হয়েছিল সেগুলিকেও তারা নিয়ে এসেছেন ডাক্তারকে দেখানোর জন্য। অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা চলছে। আপাতত স্থিতিশীল তারা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
অঙ্ক দেখলেই ভয়! মাধ্যমিকের আগেই সেরা টিপস্ দিলেন শিক্ষক, মনে রাখলেই ১০০ তে ১০০
আরও দেখুন

চটজলদি খিদে মেটাতে ইনস্ট্যান্ট নুডলস অনেকেই পছন্দ করে থাকেন।‌ ছোট থেকে বড় সকলেরই পছন্দের তালিকায় থাকে ইনস্ট্যান্ট নুডলস। এবার সেই নুডলস খেয়েই অসুস্থ হল পুরুলিয়ার একই পরিবারের ছয় জন। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। ‌

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: নুডলস খেয়ে মারাত্মক বিষক্রিয়া! শরীরে অস্বস্তি, হাতে-পায়ে টান! পুরুলিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি একই পরিবারের ৬ জন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল