আরও পড়ুনঃ চাকরিহারা শিক্ষকদের ভবিষ্যৎ আজই স্পষ্ট! SSC প্রকাশ করবে একাদশ-দ্বাদশ মেধা তালিকা
প্রথমবার এই প্রতিযোগিতায় অংশ নিয়েই এমন সাফল্যে খুশির জোয়ার পরিবার, স্কুল এবং এলাকাজুড়ে। পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে সমান পারদর্শী রাজদীপ কবিতার মাধ্যমে তুলে ধরেছে ক্যাপ্টেন সাইলোর অসীম সাহস, ত্যাগ ও দেশপ্রেমের গল্প। ‘দ্য ক্যাপ্টেন’ শীর্ষক এই মৌলিক কবিতায় অপারেশন সিন্দুরে ক্যাপ্টেন সাইলোর অবদান বিশেষভাবে অনুপ্রেরণা জুগিয়েছে বলে জানিয়েছে রাজদীপ।
advertisement
রাজদীপের কথায়, দেশের যে কোনও এক বীরের জীবন নিয়ে লেখার সুযোগ পেয়েছিল সে। ক্যাপ্টেন সাইলোর জীবনী পড়ে মিজোরামের মানুষের সাহস ও আত্মত্যাগের কথা সকলের সামনে তুলে ধরতেই সে এই কবিতা লেখার সিদ্ধান্ত নেয়। প্রায় ২৪ থেকে ২৬ লাইনের এই কবিতাই বিচারকদের নজর কেড়ে নেয় এবং এনে দেয় জাতীয় স্তরের স্বীকৃতি।
উল্লেখ্য, সিবিএসই, মিনিস্ট্রি অফ ডিফেন্স ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত বীরগাথা প্রতিযোগিতা এবার পঞ্চম বর্ষে পা দিয়েছে। এবছর গোটা দেশ থেকে প্রায় ১.৯০ কোটি প্রতিযোগী অংশ নেয়। বিভিন্ন স্তর পেরিয়ে কবিতা, চিত্রাঙ্কনসহ নানা বিভাগে মোট ১০০ জন পড়ুয়াকে দিল্লিতে পুরস্কৃত করা হবে, যার মধ্যে শিলিগুড়ি থেকে একমাত্র প্রতিনিধি রাজদীপ।
আগামী ২২ জানুয়ারি রাজদীপ দিল্লির উদ্দেশে রওনা দেবে। ২৩ জানুয়ারি বিশেষ প্রশিক্ষণ, ২৪ জানুয়ারি সিবিএসই-র তরফে পুরস্কার গ্রহণ ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবে সে। এরপর ২৫ জানুয়ারি দিল্লি দর্শন এবং ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে অংশ নিয়ে ২৬ তারিখ রাতেই শিলিগুড়ি ফেরার কথা রয়েছে। ছেলের এই সাফল্যে আবেগপ্রবণ রাজদীপের মা ঝুমা ঘোষ বলেন, “খেলাধুলা ও পড়াশোনার পাশাপাশি কবিতা, গান, নাচের মতো সৃজনশীল কাজেও শিশুদের অংশ নেওয়া উচিত। এতে যেমন মন ভালো থাকে, তেমনই জীবনে অনেক মূল্যবান শিক্ষা পাওয়া যায়।”
সব মিলিয়ে, শিলিগুড়ির কিশোর রাজদীপ ঘোষের এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং আগামী প্রজন্মের মধ্যে দেশপ্রেম, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলার এক উজ্জ্বল দৃষ্টান্ত।





